Flipkart-এ Big Diwali Sale শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। সেলে বাম্পার ডিসকাউন্টসহ বিভিন্ন রেঞ্জের আইটেম পাবেন। এছাড়া ব্যাঙ্ক ডিসকাউন্টও পাবেন।
সেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট এবং ইএমআই লেনদেনের ক্ষেত্রে ১০ শতাংশ তাত্ক্ষণিক ছাড় দেওয়া হবে। তার উপর Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন। Paytm Wallet এবং UPI লেনদেনে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। এই প্রতিবেদনে এখনও পর্যন্ত এই সেলে স্মার্টফোনের সেরা ডিলগুলির বিষয়ে জানতে পারবেন।
আরও পড়ুন : OnePlus Nord Watch: দাম ৫,০০০ টাকারও কম, এক চার্জে চলবে ১ মাস - স্মার্টওয়াচ আনল ওয়ান প্লাস
'বিগ দিওয়ালি সেল' চলাকালীন Realme, Poco, Oppo এবং Redmi-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনে বড়সড় ছাড় থাকবে। iPhone 12, 13, 14-এর বিভিন্ন মডেলেও ভাল ছাড় থাকবে। ফলে আইফোন কেনার পরিকল্পনা থাকলে এই কয়েকদিন ফ্লিপকার্টে নজর রাখতে পারেন। তবে শুধু দামি ফোনই নয়। প্রায় প্রতিটি প্রাইস সেগমেন্টেই বড়সড় ডিসকাউন্ট থাকছে।
Apple iPhone 12 mini
Apple iPhone 12 mini-তে এই সেলে বড়সড় ডিসকাউন্ট পাবেন। ৬৪ জিবির মডেলটি মাত্র ৩৮,৯৯০ টাকায় কেনা যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও ৪-৫ হাজার টাকা ছাড় পেতে পারেন। তবে সেটি আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করছে। এতে iOS 14 অপারেটিং সিস্টেম রয়েছে। তবে সেটি iOS 16-এ আপগ্রেড করা যেতে পারে।
Samsung Galaxy F21 FE 5G
ফ্লিপকার্ট দিওয়ালি সেলে Samsung Galaxy F21 FE 5G-তে বাম্পার ছাড় পাবেন। Flipkart-এর দিওয়ালি সেল চলাকালীন ফোনটি ৩৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে গ্রাহকরা আরও বেশি টাকা সাশ্রয় করতে পারবেন। এতে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
Nothing Phone 1
Flipkart-এর Big Diwali sale-এ Nothing Phone 1 অনেকটাই কম দামে পেয়ে যাবেন। সেলে এই স্মার্টফোনটি মাত্র ২৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ফোনটিতে Qualcomm Snapdragon 778+ 5G প্রসেসর রয়েছে। সেলফির জন্য ফ্রন্টে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আরও পড়ুন : Xiaomi 11T Pro 5G: ১০,৪০০ টাকা পর্যন্ত অবিশ্বাস্য ছাড়ে পাবেন শাওমির এই ফোন!