সরকারিভাবে কোনও মন্তব্য করেনি ভারত। তবে ভারতে ১২,০০০ টাকার কম চিনা স্মার্টফোন নিষিদ্ধ করা হতে পারে যে জল্পনা ছড়িয়েছে, তাতে শাওমির মতো চিনা সংস্থাগুলির বাজার ধসে যাওয়ার আশঙ্কায় ভুগছে বেজিং। বিষয়টি নিয়ে মুখ খুলেছে চিনের বিদেশ মন্ত্রক।সাংবাদিক বৈঠকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, ভারত যে পদক্ষেপ করেছে, সেদিকে নজর আছে বেজিংয়ের। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, ভারত এবং চিনের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আছে। সহযোগিতার যে প্রতিশ্রুতি আছে, তা পূরণ করার জন্য ভারতকে আর্জি জানাচ্ছি আমরা। চিনা সংস্থার জন্য উন্মুক্ত ও বৈষম্যহীন বিনিয়োগ ও বাণিজ্যের পরিবেশ প্রদানের আর্জি জানানো হচ্ছে।’