BSNL Recharge Plans: মাত্র ১৯ টাকা থেকে শুরু, আরও ৫ রিচার্জ প্ল্যান আনছে BSNL, থাকছে প্রচুর ডেটা
1 মিনিটে পড়ুন Updated: 14 Apr 2022, 01:42 PM ISTফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা আছে। সঙ্গে প্রচুর ডেটা দিচ্ছে বিএসএনএল।
₹147 Recharge Plans,BSNL ₹199 Recharge Plans,Bengali News"/>
ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা আছে। সঙ্গে প্রচুর ডেটা দিচ্ছে বিএসএনএল।
সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল বিএসএনএল। আরও পাঁচটি রিচার্জ প্ল্যান আনা হচ্ছে। মাত্র ১৯ টাকা থেকে শুরু হচ্ছে এই রিচার্জ প্ল্যান। এত কম টাকায় রিচার্জ প্ল্যান শুরু হওয়ায় আরও বেশি মানুষ এই পরিষেবা নিতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।
এয়ারটেল, জিও, ভোডোফোন আইডিয়ার সঙ্গে পাল্লা দিতে একাধিক রিচার্জ প্ল্যান শুরু করছে বিএসএনএল। আরও পাঁচটি নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান আনা হচ্ছে, যার ভ্যালিডিটি পিরিয়ড ৩০ দিন। রিচার্জ প্ল্যান শুরু হচ্ছে ১৯ টাকা থেকে। যদি কেউ মোবাইল সিমকে শুধুমাত্র অ্যাকটিভ রাখতে চান, তার ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যান খুব কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। এই প্ল্যানের ভিতর ১ মিনিটে ২০ পয়সা কল রেট রাখা হচ্ছে। তবে এই প্ল্যানে কোনও এসএমএসের সুবিধা বা ডেটার সুবিধা থাকছে না। এরপরে রয়েছে ৭৫ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের আওতায় ২০০ মিনিট পর্যন্ত লোকাল ও ন্যাশনাল কল করার সুবিধা রয়েছে। পাশাপাশি ৩০ দিন ২ জিবি করে মোবাইল ডেটা পাওয়া যাবে। তবে এসএমএসের কোনও সুবিধা পাওয়া যাবে না।