শুরু হয়ে গিয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল। তবে প্রথম ২৪ ঘণ্টায় শুধুমাত্র 'প্রাইম' সদস্যরাই সেই সেলে কেনাকাটা করতে পারবেন। তাছাড়াও সেলের সময় বাড়তি সুযোগ-সুবিধা পাবেন 'প্রাইম' সদস্যরা। বাকিদের জন্য আজ (শনিবার) মধ্যরাত ১২ টা থেকে সেল চালু হবে।অন্যান্য বছরের মতো এবারও গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে বিভিন্ন সামগ্রীর উপর বড়সড় ছাড়ের ঘোষণা করেছে অ্যামাজন। বৈদ্যুতিন সরঞ্জামে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। বই, গেমিং, খেলনার মতো সামগ্রীতেও ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। জামাকাপড়, জুতো এবং ভ্রমণের সামগ্রীতে ৮০ শতাশ পর্যন্ত ছাড়ের সুযোগ আছে। এবার তো ফোন, এয়ারপডস, ইয়ারবাডসের মতো সামগ্রীতে বড়সড় ছাড় দেওয়া হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে। ১৬,৯৯০ টাকায় মিলবে অ্যাপল এয়ারপডস প্রো। এমনতি যে এয়ারপডসের বাজারমূল্য ২৪,৯০০ টাকা। রেডমি ২-সি টিডব্লুউএস ইয়ারবাডসেও ছাড় আছে। ওয়ানপ্লাস, রেডমি, স্যামসাঙের মতো ফোনেও প্রচুর ছাড় মিলবে। সস্তায় আইফোন পাওয়ারও সুযোগ আছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে। ওয়ান প্লাস সিরিজের ফোন ১০,০০০ টাকা পর্যন্ত সস্তা হতে পারে। যাঁরা অ্যাপেলপ্রেমী, তাঁদের জন্যও আকর্ষণীয় হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল। মাত্র ৩৮,৩৯৯ টাকায় কেনা যাবে আইফোন ১১। এমনিতে যে ফোনের দাম ৫৪,৯০০ টাকা এবং ছাড় দিয়ে ৪৪,৯৯৯ টাকায় বিক্রি করা হয়ে থাকে। 'প্রাইম' সদস্যরা তো কয়েকটি নির্ধারিত স্মার্টফোনের ক্ষেত্রে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মিলতে পারে ফোন পালটানো এবং লাভজনক ইএমআইয়ের সুবিধা।তারইমধ্যে যাঁরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে কেনাকাটা করবেন, তাঁরা ১০ শতাংশ ছাড় পাবেন। ইএমআইয়ের ক্ষেত্রেও বাড়তি সুবিধা আছে।