জুড়ে যাচ্ছে WWE এবং UFC। Endeavour Group-এর সঙ্গে মেগা চুক্তির মাধ্যমে UFC-র সঙ্গে এক রিংয়ের মধ্যে চলে আসছে WWE। চুক্তি মূল্য প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় অঙ্কে ১.৭ লাখ কোটি টাকার মতো)। UFC ফ্যানরা অনেকেই অবশ্য এতে খুশি নন। তাঁদের মতে WWE মূলত নাটকী, অভিনয় জাতীয় কুস্তির খেলা। অন্যদিকে UFC সম্পূর্ণরূপে বাস্তব লড়াই। দু'টি এক ছাদের তলায় আসাটাই অভাবনীয় একটি বিষয়।
সোমবার এই বিরাট অঙ্কের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। নতুন সংস্থার নাম এখনও ঠিক করা হয়নি। আপাতত NewCo নামে এর উল্লেখ করা হবে। আরও পড়ুন: WWE: স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ডব্লুডব্লুই খেলোয়াড় জেরি ললের
এন্ডেভারের সিইও অ্যারিয়েল ইমানুয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, 'এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী লাইভ স্পোর্টস এবং বিনোদনের একটি পিউরপ্লে তৈরি করার দুর্দান্ত সুযোগ মিলবে। এই ক্রীড়াজগতের শীর্ষ কর্তারা এর নেতৃত্বে থাকবেন। কয়েক দশক ধরে, ভিন্স এবং তার টিম উদ্ভাবনী সৃষ্টি এবং শেয়ারহোল্ডারদের জন্য ভাল রিটার্ন প্রদানের মাধ্যমে একটি অবিশ্বাস্য ট্র্যাক রেকর্ড তুলে ধরেছেন। আমরা নিশ্চিত যে Endeavour UFC এবং WWE-কে একসঙ্গে এনে শেয়ারহোল্ডারদের আরও ভাল রিটার্ন দিতে পারব।'
একটি প্রেস রিলিজ অনুসারে, Endeavour-এর কাছে ৫১% শেয়ার থাকবে। অন্যদিকে WWE-র শেয়ারহোল্ডারদের কাছে ৪৯% শেয়ার থাকবে। চুক্তিতে WWE-র ভ্যালুয়েশন করা হয়েছে $৯.৩ বিলিয়ন। UFC-র ভ্যালুয়েশন করা হয়েছে $১২.১ বিলিয়ন। ইউএফসি এন্ডেভারের মালিকানাধীন।
তিনি আরও বলেন, 'একসঙ্গে আমরা ২১ বিলিয়ন মার্কিন ডলারের লাইভ স্পোর্টস এবং বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হব। ১০০ কোটিরও বেশি ফ্যানবেস রয়েছে। সেটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। নতুন কোম্পানিতে আমাদের মোট মিডিয়া রাইটসের মান বাড়াতে, স্পনসরশিপ বাড়াতে, কন্টেন্টের নতুন ফর্ম্যাট তৈরি করতে এবং আমাদের ব্র্যান্ডগুলি আরও শক্তিশালী করতে অন্যান্য নানা কৌশলগত সিদ্ধান্ত ও অধিগ্রহণ করা হবে। আমি, বর্তমান WWE ম্যানেজমেন্ট টিমের সঙ্গে, এই ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে কাজ করার জন্য উন্মুখ।' আরও পড়ুন: ২ দিন আগেই জিম শুরু, মাত্র ৩০ বছরে প্রয়াত প্রাক্তন WWE তারকা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।