বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: দলের জন্য আঙুলের চোটের স্ক্যান করাতে রাজি হননি- রাহানেকে নিয়ে আবেগপ্রবণ বার্তা লিখলেন স্ত্রী
পরবর্তী খবর
IND vs AUS, WTC Final 2023: দলের জন্য আঙুলের চোটের স্ক্যান করাতে রাজি হননি- রাহানেকে নিয়ে আবেগপ্রবণ বার্তা লিখলেন স্ত্রী
2 মিনিটে পড়ুন Updated: 10 Jun 2023, 04:41 PM ISTTania Roy
ব্যাটিংয়ের সময়ে রাহানের আঙুলেও চোট পেয়েছিলেন। কিন্তু এর পরেও, ভারতীয় ব্যাটসম্যান ব্যথা নিয়েই ক্রিজে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং আঙুলে স্ক্যান করার পরিবর্তে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করার জন্য দাঁতে দাঁত চেপে কার্যত যুদ্ধই করে গিয়েছেন
অজিঙ্কা রাহানে চোট নিয়েই খেলা চালিয়ে গিয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে তাদের টপ-অর্ডারের ব্যাটিং বিপর্যের পর হাল ধরেছিলেন অজিঙ্কা রাহানে। জাতীয় দলের জার্সিতে তিনি প্রায় ১৮ মাস পর দুরন্ত প্রত্যাবর্তন করেন। ভারতীয় ব্যাটিংয়ের হাল অনেকটা সাহারা মরুভূমির মতোই ছিল। সেখানে রাহানে ফুল ফোটানোর চেষ্টা করেন। তাঁর করা ৮৯ রান ভারতকে বড় অক্সিজেন। শার্দুল ঠাকুরকে সঙ্গী করে রাহানে সপ্তম উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ করেন। যা ভারতকে ফলোয়ান বাঁচাতে সাহায্য করে।
তবে ব্যাটিংয়ের সময়ে রাহানের আঙুলেও চোট পেয়েছিলেন। কিন্তু এর পরেও, ভারতীয় ব্যাটসম্যান ব্যথা নিয়েই ক্রিজে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং আঙুলে স্ক্যান করার পরিবর্তে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করার জন্য দাঁতে দাঁত চেপে কার্যত যুদ্ধই করে গিয়েছেন। রাহানের এই লড়াকু মানসিকতা নিয়ে তাঁর স্ত্রী রাধিকা ধোপাভকর সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর বার্তা শেয়ার করেছেন।
রাহানের টিম স্পিরিটের প্রশংসা করে রাধিকা বলেছেন যে, তাঁর স্বামী যা করেছেন, তাতে তিনি গর্বিত। রাধিকা লিখেছেন, ‘ব্যাথা পেয়ে আঙুল ফুলে যাওয়ার পরেও তুমি তোমার লড়াকু মানসিকতা বজায় রেখেছো। স্ক্যান করতে অস্বীকার করেছ। এবং নিঃস্বার্থতা ও সংকল্প ধরে রেখে ব্যাটিংয়ে ফোকাস করেছ। এটা অবিশ্বাস্য। অটল প্রতিশ্রুতি দিয়ে ক্রিজে লড়াই করে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছ। আমি তোমার এই টিম স্পিরিটের জন্য গর্বিত, এবং আমার দৃঢ়চেতা সঙ্গী তোমাকে সব সময়ে খুব ভালোবাসি!’
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ইতিহাসে রাহানে ভারতের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরির ইনিংসে রাহানে ৫ হাজার রানও পূর্ণ করেন। নিজের ইনিংস সম্পর্কে রাহানে বলেন, এখন তিনি চাপ ছাড়াই খেলছেন, এতে তাঁর উপকার হয়েছে।
রাহানেকে স্টার স্পোর্টসে হরভজন সিং জিজ্ঞাসা করেছিলেন, ‘সিএসকে-তে সময় কাটানোই কি একমাত্র কারণ, যার ফলে তোমাকে খুব আত্মবিশ্বাসী এবং খুব আলাদা দেখাচ্ছে।’ এর উত্তরে রাহানে বলেছিলেন যে, ‘অবশ্যই, আমি সিএসকেতে কাটানো সময়টি পুরোপুরি উপভোগ করেছি। আবার অনেক আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’
এই ফাইনাবে ভারতের হয়ে কামব্যাক ম্যান নিঃসন্দহে অজিঙ্কা রাহানে। তিনি ১২৯ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। আর শার্দুল ঠাকুর ১০৯ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন। এ ছাড়া দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ৫১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ভারতের বাকি ব্যাটারদের অবস্থা অবশ্য তথৈবচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।