বাংলা নিউজ > ময়দান > Women's T20 World Cup: ইংল্যান্ডের কাছে হেরে কঠিন হল রাস্তা, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে ভারত?
পরবর্তী খবর
Women's T20 World Cup: ইংল্যান্ডের কাছে হেরে কঠিন হল রাস্তা, কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে ভারত?
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2023, 08:34 AM ISTAbhisake Koley
Women's T20 World Cup Qualification Scenario: ব্রিটিশদের কাছে হেরে হরমনপ্রীতদের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হলেও বন্ধ হয়ে যায়নি। দেখুন কোন অঙ্কে শেষ চারের টিকিট হাতে পেতে পারে ভারত।
বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ইংল্যান্ডের কাছে হার ভারতের। ছবি- আইসিসি টুইটার।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ২ ম্য়াচে হারিয়ে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল ভারত। তবে ইংল্যান্ডের কাছে তৃতীয় ম্য়াচ হেরে ধাক্কা খায় হরমনপ্রীত কউরদের বিশ্বকাপ অভিযান।
ইংল্যান্ডকে হারালে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত ছিল ভারতের। তবে নিজেরাই হেরে বসায় তুলনায় কঠিন হল হরমনপ্রীতদের রাস্তা। যদিও সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যায়নি ভারতের সামনে। দেখে নেওয়া যাক কোন পথে শেষ চারের টিকিট হাতে পেতে পারে ইন্ডিয়া। তার আগে চোখ রাখা যাক বি-গ্রুপের সংক্ষিপ্ত পয়েন্ট টেবিলে।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল:-১. ইংল্যান্ড: ৩ ম্যাচে ৬ পয়েন্ট (নেট রান-রেট +১.৭৭৬)২. ভারত: ৩ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান-রেট +০.২০৫)৩. পাকিস্তান: ২ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট +১.৫৪২)৪. ওয়েস্ট ইন্ডিজ: ৩ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান-রেট -০.৯১৩)৫ আয়ারল্যান্ড: ৩ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -১.৯৮৯)
বি-গ্রুপের ম্যাচ বাকি:-১. পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯ ফেব্রুয়ারি)২. ভারত বনাম আয়ারল্যান্ড (২০ ফেব্রুয়ারি)৩. পাকিস্তান বনাম ইংল্যান্ড (২১ ফেব্রুয়ারি)
কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত:-ভারত শেষ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আইরিশদের হারালে হরমনপ্রীতদের পয়েন্ট দাঁড়াবে ৬। পাকিস্তান যদি তাদের শেষ ২টি ম্যাচের (ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে) অন্তত ১টি হারে, তবে তারা ৪ পয়েন্টে আটকে যাবে। সেক্ষেত্রে হরমনপ্রীতদের সেমিফাইনালে যাওয়া আটকাবে না।
ভারত যদি তাদের শেষ ম্যাচ জেতে এবং পাকিস্তান তাদের শেষ ২টি ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারায়, সেক্ষেত্রে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান, তিন দলের পয়েন্ট দাঁড়াবে সমান (৬ পয়েন্ট করে)। তখন নেট রান-রেটের নিরিখে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। মনে রাখা উচিত, ভারতের থেকে পাকিস্তানের নেট রান-রেট ভালো। তাই ভারতকে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।