সূর্যকুমার যাদব ব্যাট করলে ক্রিকেটের চিরাচরিত শটগুলিকে যেমন অচেনা মনে হয়, ভবিষ্যৎ প্রজন্মের উপর তার বড় প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। ভবিষ্যতে অনেক ক্রিকেটারকেই সূর্যকুমারের সব উদ্ভাবনী শট কপি করতে দেখা যাবে বলে ধারণা ক্রিকেট পণ্ডিতদের।
অবশ্য সূর্যকুমারের প্রভাব ইতিমধ্যেই চোখে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটমহলে। মেয়েদের টি-২০ বিশ্বকাপ স্পষ্ট দেখা গেল স্কাই এফেক্ট। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত শতরান করার পথে ১৪টি বাউন্ডারি মারেন পাকিস্তানের মুনিবা আলি। তাঁকে একটি শট খেলতে দেখা যায় অবিকল সূর্যকুমারের ঢংয়ে।
আইরিশ পেসার অল-রাউন্ডার লরা ডেলানির বলে অফ-স্টাম্পের অনেক বাইরে সরে গিয়ে হাঁটু গেড়ে বসে লেগ সাইডে শট খেলতে দেখা যায় মুনিবাকে। এমন অদ্ভুত ভঙ্গিমায় মারা সুইপ শটে চার রান উপহার পান মুনিবা।
ম্যাচে কার্যত একতরফাভাবে আয়ারল্যান্ডকে পরাজিত করে পাকিস্তান। শুরুতে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড দলগত ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি। ১৬.৩ ওভারে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায় তারা। অর্থাৎ, আয়ারল্যান্ড ৭০ রানের বিরাট ব্যবধানে ম্য়াচ হারে।
পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমে মুনিবা ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১৪টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে শতরানের গণ্ডি টপকে যান। শেষমেশ ৬৮ বলে ১০২ রান করে নট-আউট থাকেন মুনিবা। পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করার নজির গড়েন মুনিবা। সব মিলিয়ে বিশ্বের ষষ্ঠ ব্য়াটার হিসেবে মহিলা টি-২০ বিশ্বকাপের আসরে সেঞ্চুরি করেন পাক তারকা।
মেয়েদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে মুনিবা পঞ্চম সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। তাঁর আগে মেগ ল্যানিং ১২৬, দিয়েন্দ্রা ডটিন অপরাজিত ১১২, হেথার নাইট অপরাজিত ১০৮ ও হরমনপ্রীত কউর ১০৩ রান করেছেন।
মুনিবা পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৩০টি ওয়ান ডে ও ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৭৩০ ও ২০ ওভারের ক্রিকেটে ৬৫৫ রান সংগ্রহ করেছেন। ওয়ান ডে ক্রিকেটে তিনি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি সেঞ্চুরি করলেও এখনও কোনও হাফ-সেঞ্চুরি করেননি মুনিবা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।