খেপে খেপে পুরো ভারতীয় দলই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন সহ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুররা শনিবারই বার্বাডোজে পৌঁছে গিয়েছিলেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ যশস্বী জয়সওয়াল রবিবার পৌঁছান ওয়েস্ট ইন্ডিজ। লন্ডন থেকে বিরাট কোহলিও পৌঁছে গিয়ে দলের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন। প্রথম টেস্টের আগে পুরো দল ১০ দিনের শিবিরে অংশ নেবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে, ভারত ৫ এবং ৬ জুলাই কেনসিংটন ওভালে শুরু হওয়া একটি দু'দিনের অনুশীলন ম্যাচও খেলবে। বার্বাডোজে আবার তারা এক সপ্তাহের (১-৭ জুলাই) জন্য শিবির করবে।
আরও পড়ুন: লর্ডস আমার প্রিয় মাঠ, কিন্তু এ রকম আচরণ লংরুমে- এখনও বিহ্বল খোয়াজা, ব্যবস্থা নিল MCC
তবে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া ব্রিগেড। বিসিসিআই-এর তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল দ্রাবিড় সহ পুরো টিমকে বিচ ভলি খেলতে দেখা গিয়েছে। সকলেই বেশ মজা করেই বিচ ভলি খেলছিলেন। তবে খেলছিলেন না ইশান কিষাণ। কারণ তিনি প্রথমে দলকে বাইরে বসে উৎসাহ দিচ্ছিলেন। তার পরে নিজেই ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলেন। দলের সাপোর্ট স্টাফের থেকে মোবাইল ক্যামেরা চেয়ে নিয়ে কোহলিদের খেলার ভিডিয়ো করছিলেন ইশান। আর সেই ভিডিয়ো বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই, সেটা হুহু করে ভাইরাল হয়ে যায়।
রোহিত শর্মারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অভিযান শুরু করবে উইন্ডিজের বিরুদ্ধে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দুই সংস্করণের ফাইনালে উঠলেও শিরোপা অধরাই রয়ে গিয়েছে। প্রথম বার তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। আর শেষ বার হারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ ৯৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত ২২ বার জিতেছে। আর উইন্ডিজ জিতেছে ৩০ বার।
দুই দলের শেষ বার দেখা হয়েছিল ২০১৯ সালে টেস্ট সিরিজে, যেখানে ভারত উইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। এবারও রোহিত শর্মারা একই ফল ধরে রাখতে মরিয়া। তার উপর সদ্য ওডিআই বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিক ভাবে তারা মুষড়ে পড়েছে। সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে ভারত। আর ক্যারিবিয়ানরা এই টেস্ট সিরিজে ঘুরে দাঁড়িয়ে মনের জ্বালা মেটাতে চাইবে।
আরও পড়ুন: বেলকে ক্রিজে ফিরিয়ে সম্মান অর্জন করেছিলেন ধোনি, বেয়াস্টোকে ফেরানোর সাহস দেখাতে পারলেন না কামিন্স- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।