বাংলা নিউজ > ময়দান > কোহলি-রোহিত-পূজারা-রাহানেদের পরবর্তী কারা? তৃতীয় WTC চক্র শুরুর আগে উঠছে প্রশ্ন
পরবর্তী খবর

কোহলি-রোহিত-পূজারা-রাহানেদের পরবর্তী কারা? তৃতীয় WTC চক্র শুরুর আগে উঠছে প্রশ্ন

বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এর সমাধান না পাওয়া পর্যন্ত এই নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকবে। আর এর উত্তর খুঁজতে হবে টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই-কে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে বাজে ভাবে হেরে যায় ভারত। এই নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণের ফাইনালে উঠলেও, দু'বারই হেরে বসে থাকে টিম ইন্ডিয়া। শিরোপাপ এত কাছাকাছি পৌঁছেও, ১০ বছরের আইসিসি-র ট্রফির খরা কাটাতে পারছে না ভারত। ভুলভাল দল নির্বাচন এবং চোট নিয়ে উদ্বেগ, শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। এর পাশাপাশি তথাকথিত সুপারস্টাররা তাঁদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পড়েছেন। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এবং রোহিতের জায়গায় কম বয়সী কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সরব হয়েছেন অনেকেই।

এ দিকে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এর সমাধান না পাওয়া পর্যন্ত এই নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকবে। সেই প্রশ্নগুলি কী?

বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রতিস্থাপন কি প্রস্তুত?

বিরাট কোহলির বয়স ৩৪, রোহিত শর্মার ৩৬। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তারা পুরোটাই খেলতে পারবে? রোহিতের পক্ষে সেটা চাপের হবে। তবে কোহলি টেনে দিলেও দিতে পারে। সে ক্ষেত্রে তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, ভারতকে তাদের পরবর্তী প্রজন্মের টেস্ট ক্রিকেটারদের প্রস্তুত করতে হবে। শুভমন গিল রয়েছেন, কিন্তু ওপেনার হিসেবে টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকছেই। পৃথ্বী শ'র ইদানীং পারফরম্যান্স খুব খারাপ। অন্য দিকে ইশান কিষান টেস্ট ক্রিকেটে নিজের জায়গা এখনও তৈরি করতে পারেননি। যশস্বী জয়সওয়াল ২০২৩ আইপিএল মরশুমে ভালো পারফরম্যান্স করার পরে স্ট্যান্ড-বাই হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলন। এ ছাড়া রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ৩ ম্যাচে ৪৯৮ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন: রাজনৈতিক ডামাডোলের কারণে PCB চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন নাজাম শেঠি

কোহলির ব্যাপারটা একটু জটিল। এটা নির্ভর করছে, তিনি কী চান, তার উপর। কী ভাবে কোহলি ক্রিকেটকে অগ্রাধিকার দিতে চায় তার উপর। যতদূর সম্ভাবনা কোহলি আর ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনার অংশ নন। এবং তিনি এই বছর বিশ্বকাপের পরেও ওডিআই খেলা চালিয়ে যেতে চান কিনা, সেটা নিয়েও জল্পনা রয়েছে। তবে কোহলি এখনও ফিট এবং তার মধ্যে খিদে রয়েছে। কিন্তু কোহলিকে তাঁর টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে হলে, সীমিত ওভারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তবে কোহলির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শ্রেয়স আইয়ার পরবর্তী সারিতে রয়েছেন। যদি না টিম ম্যানেজমেন্ট শুভমন গিলকে ভারতের এক নম্বর হওয়ার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে?

সত্যি কথা বলতে টেস্টে রোহিতের অধিনায়কত্বের রেকর্ড মারাত্মক কিছু খারাপ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে তিনি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে দেন। কিন্তু তাঁর বয়স এবং ফিটনেস নিয়ে সমস্যা থাকছে। রোহিতের স্থলাভিষিক্ত হতে পারেন তিন জন- কেএল রাহুল, ঋষভ পন্ত এবং জাসপ্রীত বুমরাহ। তবে এই তিন জনই চোটের কারণে বাদ পড়েছেন এবং তাঁদের দলে ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।

চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে নিয়ে প্রশ্ন

গত দশকে ভারতের মিডল অর্ডারে দু'জন স্তম্ভ ছিলেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। তবে তাঁরাও ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। তাঁদের জায়গা নেওয়ার জন্য তরুণরা অপেক্ষা করছেন। সেই তরুণদের তৈরি করার জন্য এর চেয়ে ভাল সময় হতে পারে না। এর আগেও পূজারা এবং রাহানেকে বাদ দিয়ে টেস্ট দল তৈরি করা হয়েছিল। দু'জনেই ২০২২ সালে বাদ পড়েছিলেন। তাঁদের জায়গা নেওয়ার জন্য রয়েছেন সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেলরা। অন্তত হোম টেস্টে এঁদের দলে নিয়ে পরীক্ষা করা যেতেই পারে। যেটা বিসিসিআই করছে না।

আরও পড়ুন: কামিন্সের ইয়র্কারে ভেবলে গেলেন অলি পোপ, সেরা ডেলিভারিতে উড়ে গেল স্টাম্প- ভিডিয়ো

পরবর্তী ফাস্ট বোলার কারা?

কোহলি এবং রবি শাস্ত্রীর অধীনে এক সময়ে ধ্বংসাত্মক ফাস্ট-বোলিং ইউনিট তৈরি হয়েছিল। এমনও ঘটনা আছে যে, বিদেশে গিয়ে ফাস্ট বোলাররাই টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেট তুলে নিয়েছেন। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ভারতের ফাস্ট বোলাররা ২৩.৯৬ গড়ে ৫০৬টি উইকেট নিয়েছেন। কিন্তু এখন বিদেশে টানা চারটি টেস্ট হয়েছে, যাতে ভারত বিদেশে ২০টি উইকেট নিতে ব্যর্থ হচ্ছে। জসপ্রীত বুমরাহের চোট, উমেশ যাদব খেলার চেয়ে বেশি বিশ্রাম নেন এবং ইশান্ত শর্মা তাঁর শেষ টেস্ট ক্যারিয়ার শেষ। এখন মহম্মদ সিরাজ ভালো ছন্দে রয়েছেন। আর ভারতের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন মহম্মদ শামি। বুমরাহ ফিরে এলে, ভারতের পেস আক্রমণ শক্তিশালী হবে।

কিন্তু ব্যাক আপ ফাস্ট বোলার কারা? শার্দুল ঠাকুর বিকল্প হতে পারেন। কিন্তু তার বাইরে কে? প্রসিধ কৃষ্ণ এবং আবেশ খান দু'টি নাম রয়েছে। এ ছাড়া আর্শদীপ সিং কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টে যোগ দিয়ে টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছেন। উমরান মালিকের নাম অবশ্য এখনই সম্ভাব্যের তালিকায় নেই।

ভবিষ্যতের স্পিনার কারা?

গত ১০ বছরে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এতটাই প্রভাবশালী ছিলেন, যে ভারতকে তাঁদের উত্তরসূরিদের নিয়ে খুব বেশি ঘামাতে হয়নি। কিন্তু সময় যত গড়াচ্ছে, তত স্পিনারদের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। যদিও অশ্বিন এবং জাদেজা ভালো ছন্দে রয়েছেন। ওয়াশিংটন সুন্দর তাঁর অলরাউন্ড দক্ষতা বিবেচনা করে স্পষ্ট পছন্দ। কিন্তু সবচেয়ে বড় বাধা তাঁর ফিটনেস। চার মাসে দু'বার তাঁর হ্যামস্ট্রিং চোট হয়েছে। বর্তমানে টিএনপিএল খেলছেন, ওয়াশিংটন দলীপ ট্রফিতে একটি নতুন শুরুর আশা করবে। এবং ধীরে ধীরে টেস্ট দলে ফিরে আসার পথ খুঁজে পাবে। রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলের কথা ভাবা হয়ে থাকে। তবে এঁদের বাদ দিলে স্পিনারদের একটি বড় খরা রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

ভাগ্যবিচারের সময় দুই হাতের রেখাই কি একই ফল দেয়? কী বলছে জ্যোতিষমত প্রয়োজনে ফের ঘেরাও করা হবে কমিশন, দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি দিলেন অভিষেক বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকলো চারিদিক! US বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা জঙ্গলমহলে বিদ্যুৎ উৎপাদনে জোর, শালবনিতে গড়ে উঠছে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র 'যুদ্ধ এবার…', নয়া দাবি পাক মন্ত্রী খাজার, ভারতের বিরোধীদের কাজে পেয়েছেন 'মজা' অক্ষয়-আরশদের যুগলবন্দি, তাতে সৌরভ শুক্লার হাসির তড়কা, এল জলি এলএলবির টিজার বারবার অসুস্থ হচ্ছেন বাড়ির কেউ? লবঙ্গের এই প্রতিকারেই দূর হবে নেতিবাচক শক্তি মুনিরকে 'স্যুট পরা লাদেন' বলে আক্রমণ প্রাক্তন পেন্টাগন আধিকারিকের ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, তার মাঝেই 'ধূমকেতু ২'-এর ঘোষণা? শর্ত দিলেন রানা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ উপস্থিত থাকতে হবে মন্ত্রীদের, নির্দেশ মমতার

Latest sports News in Bangla

ডিভোর্সের ঘোষণার ৩ সপ্তাহের মধ্যে বড় খবর দিলেন সাইনা!লিখলেন, 'আমরা..' ‘ধোনির মতোই ঠাণ্ডা মাথা…’ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কী বললেন দিব্যার কোচ? কল্যাণীর রুদ্ধশ্বাস ডার্বিতে শেষ হাসি ইস্টবেঙ্গলের! ‘নায়ক’ সায়ন জাভি কখনই ভারতীয় দলের কোচ হতে চায়নি! মিথ্যা বলছে AIFF, দাবি স্প্যানিশ সাংবাদিকের ইতিহাসের সামনে দাঁড়িয়ে হাম্পি ও দিব্যা! FIDE Womens Chess World Cup জিতবে কে? স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হতে চাইলেন ভারতের কোচ! পাত্তাই দিল না AIFF মেসি কি MLS ছেড়ে ইউরোপে ফিরছেন? প্রাক্তন সতীর্থের মন্তব্যের পরেই জল্পনা তুঙ্গে গুকেশ কাছে হারের পর টেবিলে ধাক্কা দিয়েছিলেন কার্লসেন! আনন্দ বলছেন, ‘নাটক করছিল’ ম্যানোলোর বিদায়ে ভারতীয় দলের কোচ হতে আগ্রহী লিভারপুলের কিংবদন্তি! আবেদন খালিদও সিনারদের কাছে নিষ্ক্রিয় জোকার! অজি তারকা বলছেন, ‘আর বেশিদিন খেলতে পারবেন না!’

IPL 2025 News in Bangla

বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.