শুভব্রত মুখার্জি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে গুরুতর চোটগ্রস্ত হয়েছেন ভারতীয় সিনিয়র দলের নিয়মিত কিপার ব্যাটার ঋষভ পন্ত। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলা হবে না পন্তের। আইপিএলের আসন্ন মরশুমেও খেলা হবে না তাঁর। কবে তিনি ক্রিকেটের ২২ গজে ফিরবেন তা একেবারেই অনিশ্চিত। এমন আবহে অজি সিরিজে কিপার ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ইশান কিষাণ এবং কেএস ভরত। এরপরেই ভারতীয় নির্বাচক শ্রীধরন শরথ সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন পন্ত নেই বলে চিন্তার কারণ নেই। তাঁর মতে পন্তের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিবর্ত হিসেবে ভারত ব্যবহার করতে পারে সূর্যকুমার যাদবকে। তিনি মনে করিয়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও সূর্যের ৫০০০ এরও বেশি রান রয়েছে।
স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিপক্ষের হাতের মুঠো থেকে ম্যাচ দ্রুত সরিয়ে নিতেও সক্ষম সূর্যকুমার। ও বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে। ওঁর হাতে বেশ কিছু এমন শট রয়েছে যার মধ্যে দিয়ে বিপক্ষ বোলারদের ঘুম উড়িয়ে দিতে পারে। এটা ভুললে চলবে না প্রথম শ্রেণির ক্রিকেটে ওর ৫০০০ রানও রয়েছে।’ প্রসঙ্গত ভারতের হয়ে এখনও টেস্টে অভিষেক হয়নি সূর্যের। ভারতীয় সিনিয়র টেস্ট দলে তিনি প্রথমবার সুযোগ পেয়েছেন। তবে সূর্যের পাশাপাশি ইশান এবং ভরতেরও এখনও ভারতীয় সিনিয়র টেস্ট দলের হয়ে অভিষেক ঘটেনি।
উল্লেখ্য ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩২টি ইনিংস খেলেছেন সূর্য। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৪৯ রান। করেছেন ১৪টি শতরান এবং ২৮টি অর্ধশতরান। প্রসঙ্গত রঞ্জিতে অবশ্য প্রায় তিন বছর বাদে তিনি কামব্যাক করেছেন। গত ডিসেম্বরে রঞ্জিতে ফিরে আসেন তিনি। মুম্বইয়ের হয়ে ৮০ বলে ৯০ রানের একটি ঝোড়ো ইনিংসও খেলেন তিনি। ভারতের ভবিষ্যত তারকাদের নিয়ে বলতে গিয়ে শ্রীধরন শরথ জানিয়েছেন, ‘সরফরাজ, অভিমন্যু ঈশ্বরণ, রজত পাতিদার, মুকেশ কুমার, কুলদীপ সেন এবং সৌরভ কুমার অত্যন্ত প্রতিশ্রুতিবান ক্রিকেটার।’
পাশাপাশি ইশান বা ভরত কারোর ভারতের হয়ে টেস্টে এখনও অভিষেক হয়নি। যদিও ঋদ্ধিমা সাহার ঘাড়ের চোটের কারণে ভারতের হয়ে পরিবর্ত কিপার হিসেবে একটি টেস্টে বেশ কিছুক্ষণ কিপিং করেছিলেন তিনি। অন্যদিকে ইশান ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে বেশ সফলভাবেই পারফরম্যান্স করছেন। কয়েকদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধেও তিনি একটি দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। পন্তের অনুপস্থিতিতে রোহিত শর্মা তাকিয়ে থাকবেন ইশান,ভরত বা সূর্যকুমারদের দিকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।