টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারত বড় স্কোর করেও ম্যাচ হেরে বসে থাকছে। যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই২০৮ রান করেও, সেটা রক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে যা ভারতীয় দলের কাছে চূড়ান্ত হতাশার। তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এর জন্য আশ্চর্যজনক ভাবে শিশিরকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেনয যদিও সেটা এশিয়া কাপের সময় ছিল না। এশিয়া কাপের সুপার ফোর থেকে ভারত ছ'টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছে, তিনটিতে হেরেছে এবং তিনটি জিতেছে।
যে তিনটি ম্যাচে ভারত হেরেছে, সেটা কিন্তু প্রথমে ব্যাট করেই। নিজেদের দেওয়া লক্ষ্য রক্ষা করতে গিয়েই পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটিই পরাজয় বরণ করতে হয়েছে ভারতকে। এমন কী এশিয়া কাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর কেউই শিশিরকে দায়ী করেননি।
আরও পড়ুন: এখনও T20 WC-এর মূল দলে ঢুকতে পারেন মহম্মদ শামি, জেনে নিন ICC-র নিয়ম
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে এক সংবাদিক সম্মেলনে রাঠোর বলেন, ‘আমরা লক্ষ্য রক্ষা করার দিকটি নিয়ে আরও ভালো করার কাজ করছি। তবে আমাদের বোলারদের জন্য টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে ক'বার আমরা লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয়েছি, তার বড় কারণ হল শিশির। শিশিরের জন্যই রান তাড়া করা সহজ হয়ে গিয়েছিল।’
রাঠোর সম্ভবত মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের কথা উল্লেখ করছিলেন, যেখানে ভারত ২০০-এর বেশি লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। এতে বোলারদের নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। বিক্রম রাঠোর অবশ্য বোলারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
বোলারদের রক্ষণ
ভারতের প্রাক্তন টেস্ট ওপেনার বলেছেন, ‘আমি বোলারদের প্রতি কঠোর পন্থা অবলম্বন করব না। কারণ তারা প্রতি বারই শেষ ওভার পর্যন্ত ম্যাচটি নিতে সক্ষম হয়েছে, যখন আমরা লক্ষ্য রক্ষা করছিলাম। অবশ্যই আমরা খুব ভালো করছি, তবে আশা করছি আমরা আরও ভালো করব।’
আরও পড়ুন: বড় বড় কোহলির কাটআউট, T20 WC-এ ভারত-পাক ম্যাচের জন্য সাজছে MCG
ক্রিজে থাকা ব্যাটসম্যানরা সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন কিনা, জানতে চাইলে রাঠোর জবাব দেন, ‘অবশ্যই, এটা নির্ভর করে আমরা কোন সারফেসে খেলছি। কিন্তু আপনি যখন বলেন আমরা ভালো স্কোর করছি না। যদি তাই হয়, আমি তাতে একমত নই। আমি মনে করি, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করাটা একটা উদ্বেগের বিষয় ছিল। কিন্তু তার পর থেকে যখনই আমরা প্রথমে ব্যাট করেছি, আমরা প্রতিযোগিতামূলক স্কোর বা তার চেয়ে ভালো স্কোর করেছি। তাই আমি মনে করি না, এটা কোনও সমস্যা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।