দাবায় বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জেতার পর নিজের ভয়কে জয় করলেন ডি গুকেশ। জীবনে আরও একটি বিশেষ কিছু জয় করলেন নতুন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। এই জয়টা হল উচ্চতার ভয়কে জয়। সেই কারণে তিনি বাঞ্জি জাম্প করেছেন। উপর থেকে নীচে পড়ার সময় ডি গুকেশ চিৎকার করে বলে উঠলেন ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন।’
কোচকে কথা দিয়েছিলেন ডি গুকেশ
১৮ বছর বয়সি ডি গুকেশ তার প্রশিক্ষক পোলিশ গ্র্যান্ডমাস্টার গ্রজেগর্জ গাজেউস্কিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি ডিং লিরেনকে পরাজিত করেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন হন, তবে উচ্চতার ভয় থাকা সত্ত্বেও তিনি বাঞ্জি জাম্প করবেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন।
আরও পড়ুন…. ISL 2024-25: সাফল্যের খোঁজে মেহরাজের হাত ধরল মহমেডান, চাপ বাড়ল চের্নিশভের উপর
দেখুন ডি গুকেশের বাঞ্জি জাম্প করার ভিডিয়ো-
চ্যাম্পিয়ন হওয়ার পরেই বাঞ্জি জাম্পিং করতে ছুঁটেছিলেন ডি গুকেশ
দাবার ইতিহাসে ডি গুকেশ সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। খেলার সময় তার চিনা প্রতিপক্ষের কাছ থেকে শেষ মুহূর্তের ভুলকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। তাঁর ডিং লিরেনের কাছে থেকে একটি ভুলের অপেক্ষা করছিলেন ডি গুকেস। ডিং ১৪তম গেমে এসে সেই একটি ভুল করেছিলেন। যেটিকে কাজে লাগিয়ে নেন ডি গুকেশ। একটা সময় মনে হচ্ছিল যেই ম্যাচটি টাইব্রেকারেযাবে সেটাকে ১৪তম গেমেই শেষ করে ডি গুকেশ। জয়ের পরে বাঞ্জি জাম্পিং করতে ছুঁটলেন ডি গুকেশ।
আরও পড়ুন…. IND vs AUS 3rd Test: টিম ইন্ডিয়ার বোলিংয়ের আসল সমস্য়াটা কী? আঙুল দিয়ে দেখালেন মর্নি মর্কেল
ডি গুকেশ কেন বাঞ্জি জাম্পিংয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের নবম খেলা শেষে বিশ্রাম নেওয়ার জন্য ডি গুকেশ এবং গ্রজেগর্জ গাজেউস্কি সমুদ্র সৈকতে হাঁটছিলেন। এদিকে গাজেউস্কি দূর থেকে কিছু লোককে বাঞ্জি জাম্প করতে দেখছিলেন। সে বলেছিল সে বাঞ্জি জাম্প করবে। গুকেশও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি বিশ্ব চ্যাম্পিয়ন হন, তবে উচ্চতার ভয় থাকা সত্ত্বেও তিনি বাঞ্জি জাম্প করবেন।
আরও পড়ুন…. BBL14: ক্রিকেট মাঠে বড় দুর্ঘটনা! চোট পেলেন হিলটন কার্টরাইট, নিয়ে যাওয়া হল হাসপাতালে
ডি গুকেশের কোচ এই শর্ত নিয়েকী বললেন?
ডি গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে, গাজেউস্কি একটি সাক্ষাৎকারে বাঞ্জি জাম্পিং নেওয়ার তার ধারণা সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘আমাদের গোপনীয় একটা শর্ত ছিল যে বাঞ্জি জাম্পিং করা। মনে হচ্ছিল আমরাই একমাত্র কাজ করব। আমি এটি থেকে বেরিয়ে আসার জন্য অজুহাত খুঁজছিলাম, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে খুব আগ্রহী ছিলেন। আমি অজুহাত খুঁজছিলাম। সে কখনই সেটা করেননি। অজুহাত না দেখিয়ে তিনি বাঞ্জি জাম্প করতে চান, তাই সে এটা করে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।