বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সব থেকে আলোচনায় ছিল বিরাট কোহলির আউট। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন ম্যাথিউ কুনিম্যান, আর প্রথ ম্যাচেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে কোহলির আউট নিয়ে বিশেষজ্ঞ এবং ভক্তরা সমালোচনা করেছেন। বিরাট কোহলি কি আউট ছিলেন? এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ব্যাট না প্যাড- বল আগে কোথায় লেগেছে? তা নিয়ে চলছে কাটাছেঁড়া। বিরাটের আউট নিয়ে স্পষ্টতই দ্বিধা রয়েছে। কিং কোহলি নিজেও তাঁর আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি নন। নিজের ক্ষোভও উগরেছেন তিনি।
আরও পড়ুন… ICC T20 WC Ind W vs Eng W live: নাইটকে ফেরালেন শিখা, ইংল্যান্ডের স্কোর ৮০/৪ রান
ভারতীয় ইনিংসের ৪৫তম ওভারের তৃতীয় ডেলিভারিতে ঘটে ঘটনাটি। দিল্লি টেস্টে অভিষেক হওয়া ম্যাথিউ কুনম্যানের বলে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করে অজি শিবির। আউটও দিয়ে দেন ফিল্ড আম্পায়ার নীতিন মেনন। কিন্তু কোহলি নিশ্চিত ছিলেন, তিনি আউট হননি। রিভিউ নেন তিনি। কোহলির যেটা ছোট্ট সমস্যা হয়, সেটা হল তিনি বলের লাইন থেকে প্যাড সরাতে ব্যর্থ হন। তবে বলটি আগে ব্যাটে না প্যাডে লেগেছে, সেটা কিন্তু পরিষ্কার হয়নি। নীতিন মেনন তো প্রথমে প্যাডে লেগেছে ভেবে নিয়েই আউট দেন। এবং বলটি কিন্তু সোজা গিয়ে স্টাম্পেও আঘাত করছিল। যে কারণে ফিল্ড আম্পায়ার আউট দেন।
আরও পড়ুন… IND vs AUS: বিরাট কোহলিকে আউট করে রাবাদা-নরকিয়ার পাশে জায়গা করলেন ম্য়াথিউ কুনম্যান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।