
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে সিরিজটি জিতেছে। এখন তারা টি টোয়েন্টি সিরিজটি জিতে নিজেদের দলের তরুণ খেলোয়াড়দের দক্ষতা প্রমাণ করত পারবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড বেশ ভালো। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক টি-টোয়েন্টি তারকা রয়েছে, যারা যে কোনও সময়ে ম্যাচের রঙ বদল করে দিতে পারেন। এছাড়াও এই দলে বহু এমন তারকা রয়েছেন যারা দেশে বিদেশে নানা ফ্র্য়াঞ্চাইজি টি টোয়েন্টি লিগে নিজেদের আলাদা পরিচিতি তৈরি রেছেন। এমন পরিস্থিতিতে আজকর ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে এই ম্যাচের লড়াইটা ভারতীয় দলের কাছে টেস্ট ও ওডিআই-এর মতো এতটা সহজ হবে না। তাই চিন্তা করেই নিজেদের একাদশ নামতে চাইবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজটি জিততে নিজেদের সর্বশক্তি লাগিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক কেমন হবে দুই দলের সম্ভাব্য একাদশ।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক ভারতীয় দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোন প্লেয়িং ইলেভেন দল নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া সেটাই দেখার বিষয়। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি পাঁচ ব্যাটসম্যান, দুই অলরাউন্ডার এবং চার বোলার নিয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামতে পারে। মনে করা হচ্ছে ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব থাকবে ইশান কিষান ও শুভমন গিলে হাতে। তিন নম্বরে দেখা যাবে তিলক বর্মাকে। একই সঙ্গে সূর্যকুমার যাদব নামবেন নিজের প্রিয় চার নম্বরে। এরপরেই থাকতে পারেন সঞ্জু স্যামসন। মনে করা হচ্ছে এই ম্যাচে সুযোগ পেতে পারেন সঞ্জু এবং তিনি পাঁচ নম্বরে নাতে পারেন। হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল হলেন দুই অলরাউন্ডার, আর বোলার হিসেবে থাকবেন কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক এবং আবেশ খান।
ইশান কিষান (উইকেটরক্ষক), শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক এবং আবেশ খান।
অন্যদিকে, আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়িং ইলেভেনের কথা বলি, তবে অনেক খেলোয়াড়কেই এবার উইন্ডিজ দলে ফিরে আসতে দেখব আমরা। আসলে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজটি জিতে লজ্জার হাত থেকে বাঁচতে চাইবে। এমন পরিস্থিতিতে MLC 2023 এর ফাইনালে MI এর হয়ে দুরন্ত ক্রিকেট খেলা নিকোলাস পুরানকে দলে দেখা যেতে পারে। রোভম্যান পাওয়েলের মতো খেলোয়াড়রা এসে দলের ব্যাটিং শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। উইন্ডিজের এই দলটি ওডিআই ফর্ম্যাট থেকে একেবারেই আলাদা। তবে কোন কম্বিনেশনে দলটি ভারতের বিরুদ্ধে খেলতে নামব সেটাই এখন দেখার। ওয়ানডে সিরিজে মাত্র একটি ম্যাচ জিতেছিল ক্যারিবিয়ান দল। এছাড়াও টেস্ট সিরিজ ও ওডিআই সিরিজে পরাজিত হওয়ার পরে তাদের লক্ষ্য এবার থাকবে নিজেদের সেরাটা দিয়ে টি টোয়েন্টি সিরিজ দখল করা। তার জন্য সিরিজের প্রথম টি টোয়েন্টিতে তারা কোন একাদশ নামাত পারে সেটাই দেখার।
কাইল মায়ের্স, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শাই হোপ, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, ওশানে থমাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports