সুনীল গাভাসকর বলেছেন, ‘খারাপ পছন্দ নয়। দেখুন সাদা বলের ক্রিকেট দলে অস্ট্রেলিয়ার হয়ে কী করতেন অ্যাডাম গিলক্রিস্ট। টেস্ট ক্রিকেটে তিনি ৬ বা ৭ নম্বরে ব্যাট করতেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে ওপেন করার সময় তিনি বিপজ্জনক ছিলেন। হয়তো ঋষভ পন্তের মতো প্রাণঘাতী কেউ, খেলার জন্য আরও ওভার পাবেন।’
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঋষভ পন্ত (ছবি-এএফপি)
ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর বলেছেন, ভারত যদি সাদা বলের ক্রিকেটে ঋষভ পন্তকে ওপেন করার সুযোগ দেয়, তাহলে দলের উপকারই হবে। যদিও পন্তের জন্য কিছুটা কঠিন হতে পারে। কারণ এখন পর্যন্ত ফিনিশারের ভূমিকায় বেশি দেখা গিয়েছে তাকে। গাভাসকর বিশ্বাস করেন যে সীমিত ওভারের ফর্ম্যাটে ঋষভ পন্তকে ব্যাটিং অর্ডারে শীর্ষে আনা উচিত।যেমনটি অস্ট্রেলিয়ার হয়ে গিলক্রিস্ট করতেন। যিনি আবার টেস্টে নীচের ক্রমে ব্যাটিং করতেন।
সুনীল গাভাসকর স্পোর্টস টুডেকে বলেছেন, ‘খারাপ পছন্দ নয়। দেখুন সাদা বলের ক্রিকেট দলে অস্ট্রেলিয়ার হয়ে কী করতেন অ্যাডাম গিলক্রিস্ট। টেস্ট ক্রিকেটে তিনি ৬ বা ৭ নম্বরে ব্যাট করতেন, কিন্তু সাদা বলের ক্রিকেটে ওপেন করার সময় তিনি বিপজ্জনক ছিলেন। হয়তো ঋষভ পন্তের মতো প্রাণঘাতী কেউ, খেলার জন্য আরও ওভার পাবেন।’
সুনীল গাভাসকর আরও বলেন, ‘আমরা তাকে একজন ফিনিশার হিসাবে দেখেছি। কিন্তু তারপরে সে সেখানে আসে, বল মারতে শুরু করে এবং সাথে সাথে আউট হয়ে যায়। এখানে, তিনি জানতে পারবেন যে তাকে প্রথম বল থেকেই প্রতিপক্ষের বোলারদের চমকে দিতে হবে না। তিনি প্রথমে কয়েকটি বল খেলবেন। ইংল্যান্ডে সাদা বল অন্য যেকোনো জায়গার চেয়ে একটু বেশি নড়াচড়া করবে। এটা আসলে ভারতের পক্ষে কাজ করতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।