বুধবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে আবারও বিস্ফোরক ব্যাটিং করলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান।জাদরান ১৩৮ বলে ১৫টি চার ও চারটি ছক্কা মেরেছিলেন এবং ১১৭-এর বেশি স্ট্রাইক রেটে ১৬২ রান করেন। এর মাধ্যমে জাদরান নিজের নামে একটি বড় রেকর্ড গড়ে ফেলেছেন। ওয়ানডেতে আফগানিস্তানের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা প্রথম খেলোয়াড় হয়েছেন ২০ বছরের এই তারকা। এদিন ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই করতালিতে মুখরিত হয়ে উঠেছিল স্টেডিয়াম। সেই ভিডিয়ো এখন বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… দেখুন কিউয়িদের বিরুদ্ধে ভারতের ODI সিরিজ হারের পরে ICC ODI Ranking কী অবস্থান?
মহম্মদ শাহজাদের রেকর্ড ভাঙলেন জাদরান। মহম্মদ শাহজা শারজাহতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১৩১ রান করেছিলেন। বিশেষ ব্যাপার হল তিন ইনিংসে এটি জাদরানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২৫ নভেম্বর পাল্লেকেলে স্টেডিয়ামে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি করে ক্রিকেটের মহলে তোলপাড় সৃষ্টি করেছেন জাদরান। ইব্রাহিমের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে সঙ্গে আফগানিস্তান ওডিআই ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও গড়েছে।
২০ বছর বয়সী এই ব্যাটসম্যান ১১ নভেম্বর ২০১৯ এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। এরপর থেকে ওয়ানডে ক্রিকেটে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তিনি। জাদরান মাত্র ৮টি ম্যাচ খেলেছেন এবং তার মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন। তার ওডিআই গড় পৌঁছেছে ৬১.৮৫।
আরও পড়ুন… Pak Vs Eng: ‘ভাই, এর বেশি ইংরেজি জানি না’, সরল স্বীকারোক্তি নাসিম শাহের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।