শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্বের ক্রিকেট খেলিয়ে দেশগুলোর মধ্যে ভারতের বোলিং আক্রমণ বিশেষ করে পেস বোলিং আক্রমণ অন্যতম শক্তিশালী। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ সমৃদ্ধ ভারতীয় বোলিং নিজেদের দিনে যে কোন দলকে সমস্যায় ফেলতে পারেন। এবার মহম্মদ শামি, সিরাজদের সঙ্গেই কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা। প্রাক্তন পাক অলরাউন্ডার আজহার মাহমুদ জানিয়েছেন, শামির একটা সময়ে সিম পজিশন নিয়ে সমস্যা ছিল। আজহার মাহমুদকে নাকি বিষয়টি নিয়ে মেসেজও করেছিলেন শামি!
আরও পড়ুন…. হিট রোহিত থেকে ফ্লপ রাহুলের পারফরমেন্স, মুখ খুললেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ মহম্মদ শামি। চলতি বর্ডার-গাভাসরকর ট্রফিতে ও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে ৬০টি টেস্ট খেলে তিনি ইতিমধ্যেই নিয়েছেন ২১৬টি উইকেট। আইপিএলে বর্তমানে তিনি খেলছেন গুজরাট টাইটানস দলের হয়ে। উল্লেখ্য ২০১২ এবং ১৩ মরশুমে তিনি খেলেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে। সেই সময়েই একসঙ্গে সাজঘরে সময় কাটিয়েছিলেন আজহার মাহমুদের সঙ্গে। পাক তারকা আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন কারণ তাঁর কাছে ছিল ব্রিটেনের নাগরিকত্ব। সেই আজহার মাহমুদই জানালেন এক অজানা কাহিনি। একবার শামিই তাঁকে মেসেজ করে বলেছিলেন তাঁর সিম পজিশনের সমস্যা নিয়ে!
আরও পড়ুন…. শেষ এক বছর ব্যাট হাতে ভালো খেলছি, সেই আত্মবিশ্বাসটা সাহায্য করেছে: অক্ষর প্যাটেল
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমার যে অভিজ্ঞতা রয়েছে তা আমি সবার সঙ্গে শেয়ার করে নিই। আমি এসব নিয়ে একেবারে ভাবিও না। কারণ খেলাধুলার আলাদা করে কোন সীমারেখা নেই। আমি তো আইপিএলে ও খেলেছি। কিংস ইলেভেন পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি। আমি শামির সঙ্গেও কাজ করেছি। আমার মনে আছে ওঁর যখন সিম পজিশন নিয়ে একটা সমস্যা হচ্ছিল ও তখন আমাকে একটা মেসেজ করেছিল। আমার সঙ্গে ওদের সকলের যোগাযোগ রয়েছে। যখনই আমি ওদেরকে দেখি (শামি, ভুবনেশ্বর) ওদের সঙ্গে গল্প করেছি। ওরা ওদের সমস্যার কথাও বলত আমাকে। যে কোন ক্রিকেটারের সঙ্গেই কাজ করতে আমার কোন বাধা নেই। আমার কাছে এটা কোন বিষয় নয় যে সে ভারতীয় না পাকিস্তানি না ইংরেজ নাগরিক। আমি একজন কোচ। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমারও সময় এসেছে ক্রিকেটকে অনেক কিছু ফিরিয়ে দেওয়ার।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।