বাংলাদেশ টিমকে স্বস্তি দিয়ে তাদের অলরাউন্ডার শাকিব আল হাসানের কোভিড -১৯-এর রিপোর্ট নেগেটিভ এসেছে। যার ফলে ১৫ মে থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে শাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। দলের এক কর্মকর্তা বলেছেন, শাকিব শুক্রবার চট্টগ্রামে উড়ে যাবেন। সেখানে তাঁর যেখানে মেডিক্যাল টেস্ট এবং ফিটনেস পরীক্ষা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে শাকিব খেলবেন কিনা!
হেড কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য শাকিব কোভিড থেকে সেরে ওঠার পরেও, এত তাড়াতাড়ি তাঁর দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদী নন। ডোমিঙ্গো বলেছেন, ‘যে কেউই সেরা একাদশে সম্পূর্ণ ফিট শাকিবকে চাইবে। কিন্তু ও যদি ৫০-৬০ শতাংশ ফিট থাকে, তাহলে খেলাটাই খুব কঠিন হয়ে যায়।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘সরাসরি একটি টেস্ট ম্যাচের দলে না নিয়ে আমাদের ওর ফিটনেস পরীক্ষা করতে হবে। এবং ওর ফিটনেস কী রকম রয়েছে, তা মূল্যায়ন করতে হবে। ও সবেমাত্র কোভিড থেকে উঠেছে। এবং ও খুব বেশি ক্রিকেটও খেলেনি। ও অবশ্যই আমাদের জন্য একজন বড় খেলোয়াড় এবং দলের ভারসাম্য রক্ষা করে। কিন্তু ও কেমন থাকে, সেটা আগে দেখতে হবে। গত দুই-তিন সপ্তাহ ধরে ও ব্যাটিং বা বোলিং করেনি। তার মধ্যে টেস্টে মানে, পাঁচ দিনের ক্রিকেট। আর এখন গরম। সব ধরনের বিষয় বিবেচনা করার আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।