আগুনে স্পেলে আয়ারল্যান্ডকে ধ্বংস করে দিয়ে ইতিহাস গড়লেন শাকিব আল হাসান। নিউজিল্যান্ডের তারকা টিম সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন বাংলাদেশের অধিনায়ক। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দু'বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। আর পুরুষদের টি-টোয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে দু'বার ৫০-র বেশি রান এবং দু'বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন।
বুধবার চট্টগ্রামে আগুনে বোলিং করেন শাকিব। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট পান বাংলাদেশের অধিনায়ক। সেটাই ছিল শুরু। পরের ওভারেই শাকিবের শিকারের তালিকায় যুক্ত হয় আরও দু'জনের নাম। নিজের তৃতীয় ওভারেও দুটি উইকেট পান। সবমিলিয়ে চার ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নেন শাকিব। আয়ারল্যান্ডের ইনিংসেই ষষ্ঠ ওভারের মধ্যেই পাঁচটি উইকেট নেন (ম্যাচের সেরাও নির্বাচিত হন, যিনি ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৮ রান করেন)।
আরও পড়ুন: Litton Das in BAN vs IRE T20I: বাংলাদেশের T20 ইতিহাসে দ্রুততম অর্ধশতরান KKR-র লিটনের, স্ত্রী বললেন ‘হরে কৃষ্ণ’
সেই পাঁচ উইকেটের সুবাদে সাউদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। যে সাউদি আবার আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) শাকিবের সতীর্থ। আপাতত ১১৪ টি ম্যাচে শাকিবের ঝুলিতে আছে ১৩৬ টি উইকেট। ইকোনমি রেট ৬.৮। গড় ২০.৬৭। স্ট্রাইক রেট ১৮.২। সেরা বোলিং ফিগার হল পাঁচ উইকেটে ২০ রান। আর ১০৭ টি ম্যাচে সাউদির উইকেট সংখ্যা ১৩৪। ইকোনমি রেট ৮.১৬। স্ট্রাইক রেট ১৭.৪। গড় ২৩.৭২। সেরা বোলিং ফিগার হল ১৮ রানে পাঁচ উইকেট।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ বা তার বেশি উইকেট
- ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শাকিব।
- বুধবার (২৯ মার্চ, ২০২৩ সাল) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে পাঁচ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব।
আরও পড়ুন: IPL 2023: ঢাকে কাঠি পড়ল বলে, আইপিএল শুরুর আগে দেখে নিন KKR-এর পূর্ণাঙ্গ স্কোয়াড ও ক্রীড়াসূচি
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দু'বার ৫০-র বেশি রান এবং দু'বার পাঁচ বা তার বেশি উইকেট
- দীনেশ নাক্রানি (উগান্ডা)
- শাকিব আল হাসান (বাংলাদেশ)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।