আইপিএল ২০২১-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যাত্রা শুরুর আগে রশিদ খানের বোলিং ভেরিয়েশনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে আফগান তারকার লেগস্পিন ও গুগলির বিশ্লেষণ করা হয়েছে। সঙ্গে এটাও দেখানো হয়েছে যে টি-২০ ক্রিকেটের সেরা বোলার কীভাবে নিজের বোলিংয়ে বৈচিত্র্য আমদানি করেন। কীভাবে ব্যাটসম্যানকে বোকা বানাতে গুগলি ও লেগ স্পিনের গ্রিপের মধ্যে মিশ্রণ করেন রশিদ, সেটাই দেখানো হয়েছে ভিডিওয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে প্রতিক্রিয়া দেন সানরাইজার্স তারকা নিজেও।
বিগ ব্যাশ লিগের নবম মরশুমে রশিদের হ্যাটট্রিক বলের ভিডিওর বিশ্লেষণ করা হয়। সচরাচর ব্যাটসম্যানরা বোলারের বল ধরা দেখেই অনুমান করে নেন যে, কোন ডেলিভারির মুখে পড়তে হবে তাঁকে। আধুনিক ক্রিকেটে প্রযুক্তির সাহায্য নিয়ে সব দলই প্রতিপক্ষ ক্রিকেটারদের খুঁটিনাটি জেনে নেয় মাঠে নামার আগেই।
রশিদ খান সচরাচর লেগস্পিন করার সময় স্প্লিট ফিঙ্গার গ্রিপে বল ধরেন। দু'টি আঙুলের মধ্যে অনেকটা ফাঁক থাকে। তবে গুগলি করার সময় ক্লোজ ফিঙ্গার গ্রিপে বল ধরেন তিনি। গুগলি করার সময় রশিদের দুই আঙুলের মাঝে ফাঁক থাকে না।

ভিডিওটিতে দেখা যাচ্ছে রশিদ যখন বল করার জন্য দৌড় শুরু করেন, তখন স্প্লিট ফিঙ্গার গ্রিপে বল ধরে রয়েছেন তিনি। সুতরাং, ব্যাটসম্যান মনে করেন যে, রশিদ লেগস্পিন করতে চলেছেন। তবে ডেলিভারির ঠিক আগে হাত ঘোরানোর সময় যখন তাঁর কব্জি শরীরের পিছন দিকে যায়, ঠিক সেই মুহূর্তে তিনি গ্রিপ বদলে ফেলেন এবং গুগলি বল করেন। ব্যাটসম্যান লেগ স্পিন ভেবে খেলতে গিয়ে গুগলির মুখে পড়েন এবং আউট হয়ে সাজঘরে ফিরে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।