Assam vs Hyderabad Ranji Trophy 2022-23: ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন রিয়ান পরাগ।
জয়ের পরে অসম দল। ছবি- টুইটার (@assamcric)।
একপ্রান্ত আঁকড়ে শেষ পর্যন্ত লড়াই চালালেন ক্যাপ্টেন। তবে ক্রিজের অপর প্রান্ত দিয়ে দলনায়ককে যথাযথ সঙ্গত করতে পারলেন না কেউ। ফলে তীরে এসে তরী ডুলব হায়দরাবাদের। তন্ময় আগরওয়ালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হল দলের হার।
অন্যদিক দিয়ে দেখলে বলতে হয় যে, কঠিন ম্য়াচে অসমকে একার হাতে জয় এনে দিলেন রিয়ান পরাগ। ব্যাটে বলে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দেন তরুণ অল-রাউন্ডার।
হায়দরাবাদ বনাম অসম রঞ্জি ম্য়াচ তৃতীয় দিনের শেষে চূড়ান্ত রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়েছিল। জয়ের জন্য় শেষ দিনে হায়দরাবাদের দরকার ছিল মাত্র ২২ রান। সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তন্ময়। অন্যদিকে ম্য়াচ জিততে অসমের প্রয়োজন ছিল একটি মাত্র উইকেটে। শেষমেশ শেষ হাসি হাসে অসম। দিনের শুরুতেই কার্তিকেয়াকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে দাঁড়ি টেনে দেন রিয়ান। ১৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে অসম।
রাজীব গান্ধী ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে টস জিতে অসমকে শুরুতে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। অসম প্রথম ইনিংসে ৫৬.৪ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। স্বরূপম দলের হয়ে সব থেকে বেশি ৮৩ রান করেন। রিয়ান পরাগ ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১০ রান করে আউট হন। রবি তেজা ৪টি ও কার্তিকেয়া ৩টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ তাদের প্রথম ইনিংসে ৬৬.৫ ওভারে ২০৮ রান তোলে। রোহিত রায়াড়ু ৬০ ও ভগত বর্মা ৪৬ রান করেন। রিয়ান পরাগ ৪৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৩টি উইকেট নেন মুখতার হুসেন।
প্রথম ইনিংসের নিরিখে ৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে অসম। তারা দ্বিতীয় ইনিংসে ৭৫.২ ওভারে ২৫২ রান তোলে। রিয়ান পরাগ ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। ঋষভ দাস ৩৪ রানের যোগদান রাখেন। রবি তেজা ৫টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।