বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, শুক্রবার থেকেই এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। শনিবার সকালেই অবশ্য সেই স্বপ্ন ভেঙে গেল। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন অতনু দাস। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে গেলেন তিনি।
অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন বাংলার অতনু দাস। তিনি একটি টুইটে লিখেছেন, ‘আমি দুঃখিত ভারত, এই অলিম্পিক্সে আমি দেশকে গৌরবান্বিত করতে পারলাম না। কিন্তু যে সমর্থন আমি সকলের থেকে পেয়েছি, সেটা এখনও পর্যন্ত অসাধারণ। আমাদের এগিয়ে যেতে হবে। আর কিছুই বলার নেই।’
আসলে লন্ডন অলিম্পিক্সের ব্যক্তিগত বিভাগে এবং চলতি টোকিও অলিম্পিক্সের দলগত বিভাগে সোনা জয়ী তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জিনহিয়েককে হারিয়ে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন অতনু দাস। স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে প্রত্যাশাটা অনেক বেশিই ছিল। তার আগে প্রথম রাউন্ডে অতনুর প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের য়ু-চেং ডেং। পাঁচ সেটের উত্তেজক লড়াইয়ে যাঁকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছিলেন ভারতীয় তিরন্দাজ। কিন্তু আশা জাগিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে শেষ রক্ষা হল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।