প্যারিসে সোনা হাতছাড়া হওয়া নিয়ে নীরজ বলছেন, ‘আমি একবারের জন্যে ভাবিনি যে সোনা জিততে পারবনা। আরশাদের, এর আগের সেরা থ্রো ছিল ৯০.১৮, যেটা ও কমনওয়েলথ গেমসে ছুঁড়েছিল। আর আমার সেরা ছিল ৮৯.৯৪। কিন্তু আমি নিজের সেরাটা দিতে পারিনি। মানসিকভাবে তৈরি থাকলেও চোটের জন্য দৌড়ের সময় আমার পায়ের পজিশন ঠিক ছিল না'
‘চোট না থাকলে, আমি আবার সোনা জিততাম’! এক সপ্তাহ পরেও আক্ষেপ যাচ্ছে না নীরজের…ছবি-পিটিআই
প্যারিস অলিম্পিক্সে সোনার পদক হাতছাড়া হয়েছে ভারতের নীরজ চোপড়ার। গতবার টোকিয়ো অলিম্পিক্সে সোনা আনলেও এবারে পেয়েছেন রৌপ্য পদক। চিরপ্রতিদ্বন্দী দেশ পাকিস্তানের আরশাদ নাদিম এবার অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনার পদক ছিনিয়ে নিয়েছেন। আরশাদ যতটা দূরে জ্যাভলিন থ্রো করেছিলেন, তার আশে পাশেও কেউ থ্রো করতে পারেনি।
পাকিস্তানের আর্শাদকে যিনি টপকে যেতে পারতেন সেই নীরজ চোপড়া আগেই জানিয়েছিলেন চোট রয়েছে তাঁর। দেশের স্বার্থের কথা মাথায় রেখেই অলিম্পিক্সে সোনার পদক ডিফেন্ড করতে নেমেছিলেন হরিয়ানার ছেলে, ডিফেন্ড করতে পারেননি বটে। কিন্তু নীরজ যা করে দেখিয়েছেন তা ভারতীয় ক্রীড়াবিদদের কাছে দৃষ্টান্ত। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে তাঁর ট্রফির ক্যাবিনেটে রয়েছে অলিম্পিক্সে সোনা এবং রৌপ্য পদক।
এর আগে বেজিং অলিম্পিক্সে শ্যুটার অভিনব বিন্দ্রা ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেও তিনি এরপর আর পদক জিততে পারেননি, ফলে সাফল্যের নিরিখে নীরজ বাকি ক্রীড়াবিদদের থেকে কয়েক যোজন এগিয়ে। তবুও হরিয়ানার ছেলের মন মানতেই চাইছে না সোনার পদক হাতছাড়া হওয়ায়, নিজের চোটকেই দুষছেন এই জ্যাভলিন থ্রোয়ার। বলছেন, তিনি জিততেও পারতেন, কিন্তু চোটই তাঁকে জিততে দিল না।
৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো নিয়ে নীরজ চোপড়া বলছেন, ‘আমি একবারের জন্যেও ভাবিনি যে আমি পারব না সোনা জিততে। আরশাদ নাদিমের এর আগের সেরা থ্রো ছিল ৯০.১৮, যেটা ও কমনওয়েলথ গেমসে ছুঁড়েছিল। আর আমার সেরা ছিল ৮৯.৯৪। কিন্তু আমি নিজের সেরাটা দিতে পারিনি। আমি মানসিকভাবে তৈরি ছিলাম কিন্তু শারীরিকভাবে আমি নিজেকে আটকে রাখছিলাম। দৌড়ের সময় আমার পায়ের পজিশন ঠিক ছিল না, আমার থ্রোটা নাদিমের থ্রোয়ের পরেই ছিল। আমি বেশ ইতিবাচকই ছিলাম, কিন্তু আমার সব চেষ্টাই এরপর জলে যাচ্ছিল ’।
২২ অগাস্ট থেকে শুরু লসানে ডায়মন্ড লিগ। সেখানেও অংশ নিতে চলেছেন নীরজ। চোট নিয়ে চিন্তা থাকলেও প্রতিযোগিতার মধ্যে থাকলে ছন্দ বজায় থাকবে। সেই লক্ষ্যেই রয়েছেন নীরজ। অন্যদিকে আরশাদ নাদিম নিজের ৯২.৯৭ মিটার দূরত্বের থ্রো ছুঁড়ে অলিম্পিক্সে রেকর্ড গড়েন। এর আগে বেজিং অলিম্পিক্সে ডেনমার্কের আন্দ্রেস থোরকিল্ডসেনের রেকর্ডকে ভেঙে দেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।