গলি ক্রিকেটে খেলোয়াড়দের কখনও গাছপালার ঝোপঝাড় থেকে, আবার কখনও বা ড্রেনের ময়লা জল থেকে বল খুঁজে আনতে দেখার ছবিটা অতি পরিচিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়রা মাঠকর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝোপঝাড় থেকে বল খুঁজছেন, এমন ছবি দেখার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেন না। অথচ সেই অভাবনীয় ছবিটাই দেখা গেল নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড ম্যাচে।
আমস্টেলভিনে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভিড মালানের একটি ছক্কায় বল চলে যায় মাঠ থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত গাছপালার জঙ্গলে। মাঠকর্মী ও নিরাপত্তারক্ষীরা হন্যে হয়ে বল খুঁজতে থাকেন। নেদারল্যান্ডসের ফিল্ডাররাও বলের খোঁজে গাছপালার জঙ্গলে হারিয়ে যান।
আরও পড়ুন:- NED vs ENG: ৫০০-র কাছে গিয়ে থামল ইংল্যান্ডের ইনিংস, ODI ক্রিকেটে বিশ্বরেকর্ড বাটলারদের
ক্রিকেটারদের পিছনে ব্রডকাস্টারদের ক্যামেরাম্যানদেরও দেখা যায়। সব মিলিয়ে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব। মালান শেষেমশ ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ১২৫ রান করে আউট হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।