শুভব্রত মুখার্জি: গত বছর থেকেই পথ চলা শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেটের। ক্রিকেটের ২২ গজে খেলা একাধিক প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গত বছর এই লিগের অভিষেক মরশুমের আসর বসেছিল ওমানে। এই বছরেও সেপ্টেম্বরে ফের শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)। এবার এই টুর্নামেন্টের দ্বিতীয় মরশুম। আর এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশ দলের প্রাক্তন তথা সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।
প্রসঙ্গত এখন পর্যন্ত যা খবর তাতে করে মাশরাফির পাশাপাশি ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন স্পিনার হরভজন সিং, প্রাক্তন ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার দীনেশ রামদিন, লেন্ডেল সিমন্স, যুবরাজ সিং, মন্টি পানেসর, এবি ডিভিলিয়ার্সের মতন একাধিক প্রাক্তন তারকার খেলা নিশ্চিত করেছেন আয়োজকরা। লেজেন্ডস লিগ ক্রিকেটের-সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রামান রাহেজা জানিয়েছেন খেলার বিষয়ে ইতোমধ্যে মাশরাফি ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।