WWE-র দিনগুলি কি পিছনে ফেলে এসেছেন ‘বিগ রেড মেশিন’ ‘কেইন’? শেষবার ২০২১ সালের রয়্যাল রাম্বলে রিংয়ে নেমেছিলেন তিনি। তারপর থেকে আর দেখা যায়নি তাকে WWE-র কোনও ম্যাচে। কেইনের ভক্তরা জানেন, রিংয়ে তার উপস্থিতিই কতটা প্রভাব ফেলতে পারে। একটা ঝলকও কাঁপিয়ে দিতে পারে পুরো স্টেডিয়াম। তবে WWE এখন ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে, দীর্ঘমেয়াদি পারফর্মারদের ওপর ভরসা রাখছে। ফলে কেইনের সম্ভাব্য রিটার্ন নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন সরাসরি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়, তখন তিনি এই নিয়ে খোলাখুলি উত্তর দেন। WWE-র এই কিংবদন্তি কেইন SEScoops-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘(হেসে) জানি না ভাই, জানি না। ভাই, আমরা তো এখন অ্যাথলেটিসিজম আর মুভমেন্ট নিয়ে কথা বলছিলাম—আর এখনকার ছেলে-মেয়েরা যে গতিতে চলে, তাতে মনে হয় আমি অনেক পিছনে পড়ে গেছি।’
WWE-তে তাঁর দীর্ঘ ক্যারিয়ারে কেইন প্রায় সবকিছুই জিতেছেন—WWE ওয়ার্ল্ড হেভিওয়েট ও ECW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাবও তার দখলে গেছে। যদিও এত বড় একজন চ্যাম্পিয়নের একটি প্রপার ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা বাস্তবায়ন বেশ কঠিন।
আর এক সাক্ষাৎকারে কেইন, যিনি বর্তমানে টেনেসির নক্স কাউন্টির মেয়র, স্মরণ করলেন WWE সহ-প্রতিষ্ঠাতা ভিন্স ম্যাকম্যাহনের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের কথা। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি কখনও ভুলতে পারব না ভিন্স ম্যাকম্যাহনের সঙ্গে আমার প্রথম দেখা। উনি তখন আইজ্যাক ইয়াঙ্কেম (Isaac Yankem) চরিত্রটা নিয়ে বলছিলেন—যেভাবে উনি বলতে পারেন, একেবারে সেই ভঙ্গিতেই। উনি জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কখনও দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় পেয়েছ?’ আমি বললাম, ‘না, কখনোই না।’ তখন উনি বললেন, ‘আমার একটা আইডিয়া আছে—একজন রেসলিং ডেন্টিস্ট আইজ্যাক ইয়াঙ্কেম। আমি দাঁত টানি— ‘I Yank ‘Em’, বুঝেছো?’
এরপরে তিনি বলেন, ‘তারপর উনি নিজের সেই বিখ্যাত ভিন্স-মতো হাসি শুরু করলেন। আমি তো হতভম্ব! ভাবুন তো, ভিন্স ম্যাকম্যাহনের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব আমার সামনে বসে আছেন, আর আমি তখন ভাবছি, ‘তুমি আমাকে নক্সভিল, টেনেসি থেকে নিউ ইয়র্কে ডেকে এনেছো শুধু বলার জন্য যে তুমি আমাকে দাঁতের ডাক্তার বানাতে চাও?’ এইভাবেই শুরু হয়েছিল কেইনের WWE যাত্রা—যেটা পরে হয়ে ওঠে এক ঐতিহাসিক অধ্যায়। তবে ভবিষ্যতে যে তিনি আর রিং-এ নামবেন কিনা সে বিষয়ে কোনও সহজ উত্তর দেননি কেইন। তবে ভক্তেরা আজও WWE-র এই মহান তারকাকে রিংয়ে দেখতে চান। সময় বলবে সেটা সত্যি হবে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।