তড়িঘড়ি উলটো প্যান্ট পরে বাড়ির বাইরে বেরিয়ে পড়েননি, এমন কোনও লোক সম্ভবত খুঁজে পাওয়া দায়। আর রবিবার ঋদ্ধিমান সাহা তো মাঠেই উলটো ট্রাউজার্স পরে নেমে গিয়েছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসাহাসি শুরু হয়। মাঠেই হো-হো করে হাসতে থাকেন ঋদ্ধির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হেসে ফেলেন মহম্মদ শামিও। কিন্তু কেন হঠাৎ উলটো প্যান্ট পরে মাঠে নেমে যান ঋদ্ধি, তা নিজেই ফাঁস করলেন গুজরাট টাইটানসের তারকা উইকেটকিপার। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টিভিতে সতীর্থ কে এস ভরতের কাছে সেই রহস্য ফাঁস করেন। যা শুনে যে কোনও মানুষ ভাববেন যে এটা তো তাঁর সঙ্গেও হতে পারত।
ঋদ্ধি এবং ভরতের সেই কথোপকথন
– ভরত: আজ আরও একটি ঘটনা ঘটেছে। আমি আগে চলে গিয়েছিলাম। আম্পায়ার আমায় বাইরে চলে যেতে বলেন। তুমি ভিতরে কী করছিলে (হাসি)?
– ঋদ্ধিমান: আমি তো ভিতরে খাচ্ছিলাম। ফিজিয়ো বলেছিল যে খাবার খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে। তো আমি খাচ্ছিলাম। তখনই আচমকা….(ঋদ্ধির কথা শেষ হওয়ার আগেই বলতে শুরু করেন ভরত)।
– ভরত: আমি দেখলাম যে তোমার নিডলিং চলছে (উরুতে হাত দেখিয়ে)।
– ঋদ্ধিমান: হ্যাঁ। ওটাই করছিলাম। আইসিং চলছিল।
– ভরত: আমি আম্পায়ারকে বললাম যে ওর লেগেছে।
– ঋদ্ধিমান: আমি এত দ্রুত প্যান্ট পরে নিই যে প্যান্টটাই উলটো ছিল। মাঠের ভিতরে ঢুকে বুঝতে পারি যে উলটো প্যান্ট পরেছি। দু'ওভার পরে আমি ফিরে এলাম। তুই গেলি তারপর।
– ভরত: তুমি এত দ্রুত তৈরি হয়ে গিয়েছিলে, (সেটা দারুণ বিষয়)।
আরও পড়ুন: GT vs LSG: তাড়াহুড়োয় উল্টো প্যান্ট পরে মাঠে নামলেন ঋদ্ধি, হেসেই খুন ক্যাপ্টেন হার্দিক
এমনিতে রবিবার লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঝড় তোলেন ঋদ্ধিমান। প্রবল গরমের মধ্যেই ৪৩ বলে ৮১ রান করেন। মারেন ১০ টি চার এবং চারটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৮৮.৩৭। শুধু তাই নয়, গুজরাট টাইটানসের আইপিএল ইতিহাসে দ্রুততম অর্ধশতরান। যে ইনিংসের জন্য ঋদ্ধির প্রশংসা করেন স্বয়ং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তারইমধ্যে ঋদ্ধির সেই প্যান্ট-কাণ্ড ঘটে যায়। যে ছবি সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: GT vs LSG: গুজরাট টাইটানসের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড ঋদ্ধির, হাতছাড়া করলেন শতরান
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।