শুধু ব্যাট হাতেই নয়, বরং ফিল্ডিংয়েও কতটা নির্ভরযোগ্য জোস বাটলার, বুঝিয়ে দিলেন গুয়াহাটিতে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকা এমন ২টি ক্যাচ ধরেন, যার মধ্যে কোনটি ধরা তুলনায় সহজ ছিল, তা নির্ধারণ করা মুশকিল হবে। আসলে ২টি অত্যন্ত কঠিন ক্যাচ অনায়াসে তালুবন্দি করেন বাটলার। ২টি ক্যাচই চলতি আইপিএলের সেরা ক্যাচের দাবি জানাতে পারে শেষমেশ।
আসলে বাটলার একজন বিশেষজ্ঞ উইকেটকিপার হওয়া সত্ত্বেও যেভাবে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন, তাঁকে কুর্নিশ জানানো ছাড়া উপায় নেই ক্রিকেটপ্রেমীদের।
প্রথম ইনিংসের ৯.৪ ওভারে জেসন হোল্ডারের বল লং-অফে তুলে মারেন পঞ্জাব ওপেনার প্রভসিমরন সিং। বল হাওয়ায় ভেসে যায়। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে সামনের দিকে শরীর ছুঁড়ে অসাধারণ ক্যাচ ধরেন বাটলার। প্রভসিমরন ৩৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
আইপিএল ২০২৩-এর যাবতীয় আপডেটের জন্য ক্লিক করুন এখানে
পঞ্জাবকে ২০০-র মধ্যে বেঁধে রাখার পিছনে এই ক্যাচটির গুরুত্ব অস্বীকার করা যাবে না। কেননা প্রভসিমরন যেভাবে ঝড়ের গতিতে রান তুলছিলেন, তাতে পঞ্জাব কিংস আরও বড়সড় ইনিংস গড়ে ফেলতে পারত।
পরে প্রথম ইনিংসের একেবারে শেষ ওভারে শাহরুখ খানের অনবদ্য ক্যাচ ধরেন বাটলার। এবার সেই জেসনের বলেই লং-অনে দুর্দান্ত ফিল্ডিং করেন জোস। ১৯.৪ ওভারে ছক্কা মারার চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে দেন শাহরুখ। বাটলার বাউন্ডারি থেকে দৌড়ে এসে মাঠে স্লাইড করে বলের নীচে শরীর নিয়ে যান এবং ক্যাচ ধরার পরেও শরীরের ভারসাম্য হারাননি। যদিও শাহরুখের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান বাটলার, যার জন্য তিনি ওপেন করতে পারেননি।
বাটলারের এমন দুর্দান্ত ফিল্ডিং ব্যর্থ হয় তাঁর দল রাজস্থান রয়্যালস ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হেরে বসায়। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তোলে। শিখর ধাওয়ান ৮৬, প্রভসিমরন সিং ৬০ ও জিতেশ শর্মা ২৭ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯২ রানে আটকে যায়। সঞ্জু স্যামসন ৪২, শিমরন হেতমায়ের ৩৬, ধ্রুব জুরেল ৩২ ও জোস বাটলার ১৯ রান করেন। ৩০ রানে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ন্যাথন এলিস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।