রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের আজ ঘুম উড়িয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন আর জনি বেয়ারস্টো। শুরুটা করেছিলেন বেয়ারস্টো। আর মধুর সমাপ্তি করলেন লিভিংস্টোন। আর তাঁদের দাপটে লজ্জার নজি গড়ে বসলেন জোস হ্যাজেলউড।
এ দিন হ্যাজেলউড ৪ ওভার বল করে ৬৪ রান দিয়েছেন। কোনও উইকেটও নিতে পারেননি তিনি। আইপিএলের ইতিহাসে আরসিবি-র সবচেয়ে দামি স্পেল করে লজ্জার নজির গড়লেন হ্যাজেলউড। এর আগে আরসিবি-র কোনও বোলার এত বেশি রান খরচ করেননি।
এ দিন টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। দ্বিতীয় ওভারে হ্যাজেলউড বল করতে এলে ২২ রান নেয় পঞ্জাব। তার মধ্যে শিখর ধাওয়ান ১ রান করেছিলেন। ১টি ওয়াইড হয়েছিল। বাকি ২টি ৬ এবং ২টি চার হাঁকান জনি বেয়ারস্টো। পঞ্জাবের চতুর্থ ওভারে হ্যাজেলউড বল করতে এলে অবশ্য ৭ রান দেন।
আরও পড়ুন: ‘T20 WC-এ ভারতের হয়ে ৬ বা ৭-এ ব্যাট করুক ও’, RCB তারকার হয়ে ব্যাট ধরলেন গাভাসকর
১৬তম ওভারে বল করতে এসে হ্যাজেলউড দেন ১১ রান। তার পর আবার ১৯তম ওভারে বল করতে এলে ২৪ রান দিয়ে বসেন তিনি। একটি ওয়াইড হয়েছে। বাকি ২৩ রান নিয়েছেন লিভিংস্টোন। তিনিও এই ওভারে ২টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছেন। আর এই ওভারেই পঞ্জাব ২০০ রানের গণ্ডি টপকে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।