শুভব্রত মুখার্জি: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। তবে ১৬তম আইপিএলে তাদের শুরুটা একেবারেই ভালো হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। তার উপরে রয়েছে চোট আঘাতের সমস্যা। চোটের কারণে তাদের প্রিমিয়ার পেসার জসপ্রীত বুমরাহকে তারা এবারের আইপিএলে পাবে না। পাশাপাশি আইপিএল শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন তাদের আরেক পেসার ঝাই রিচার্ডসন। এবার ঝাই রিচার্ডসনের পরিবর্তের নাম ঘোষণা করা হল মুম্বইয়ের তরফে। ঝাই রিচার্ডসনের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হল রিলি মেরেডিথকে।
আরও পড়ুন…. শাকিব-লিটনদের জন্য KKR-এর বিশেষ প্রস্তাব, মানল না BCB! জেনে নিন আসল ঘটনা
বুধবারেই মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হল রিলি মেরেডিথের নাম। আইপিএলের চলতি মরশুম শুরুর আগেই চোটের কবলে পড়েন ঝাই। তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। ফলে আইপিএল শুরুর আগেই ছিটকে যেতে হয় তাঁকে। তাঁর পরিবর্তে মুম্বই দলে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার রাইলে। যিনি জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। তিনি নিয়েছেন আটটি উইকেটও। যার মধ্যে রয়েছে একটি ম্যাচে নেওয়া তিনটি উইকেটও। রাইলে অবশ্য আইপিএলের সার্কিটে নতুন নন। এর আগেও তিনি পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। মুম্বইয়ের হয়েও এটা তাঁর প্রথমবার নয়। এর আগেও তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
আরও পড়ুন… IND vs AUS: ফিরলেন মার্শ-ম্যাক্সওয়েল, নেই হ্যাজেলউড! ODI-সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
১ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে মুম্বই। চলতি আইপিএলে রোহিত শর্মার দল তাঁদের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। একমাত্র তিলক বর্মা ছাড়া সে ভাবে বড় রান করতে পারেননি কোন মুম্বই ব্যাটার। মুম্বইয়ের হয়ে তিলক ৪৬ বলে ৮৪ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ভর করেই ১৭১ রান করেছিল মুম্বই। তবে সেই রান তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখেই বিরাট জয় নিশ্চিত করেছিল আরসিবি। মাত্র দুই উইকেট হারিয়ে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি অনবদ্য অপরাজিত ৮২ রানের একটি ইনিংস খেলেন। বিরাট একটি ছক্কা হাঁকিয়ে কোহলি আরসিবির জয় নিশ্চিত করেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।