IPL Auction Live: কেমন হল Punjab Kings দল? দেখে নিন একনজরে Updated: 12 Feb 2022, 11:19 AM IST Sanjib Halder নিলামে ৭২ কোটি টাকা নিয়ে বসবেন অনিল কুম্বলেরা। নিলাম থেকে টিম গোছানোই পঞ্জাব কিংসের প্রধান লক্ষ্য। মাত্র দু’জন ক্রিকেটারকে ধরে রেখেছে পঞ্জাব।