যুব বিশ্বকাপের আবিষ্কার হিসেবে চিহ্নিত হওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলে ঢুকে পড়েন শিবম মাভি। আইপিএলে পরিপক্ক হয়ে এখন তিনি গুজরাট টাইটানসের অন্দরমহলে। কেকেআর ছেড়ে দেওয়ার পরে নিলাম থেকে গুজরাট ৬ কোটি টাকার বিরাট অঙ্কে দলে নেয় উত্তরপ্রদেশের তরুণ পেসারকে।
আইপিএলের নতুন মরশুম শুরুর আগে মাভি নিলামের সময়কার উৎকণ্ঠার ছবিটা সামনে আনেন। তিনি স্পষ্ট জানান যে, ১ কোটি ১০ লক্ষ টাকায় নিলাম একবার থমকে যাওয়ায় তিনি কার্যত আঁকতে উঠেছিলেন। কেননা তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের টানা-হেঁচড়া চলবে এবং পর্যাপ্ত মূল্যে কোনও দলে যোগ দেবেন, এটাই আশা করেছিলেন শিবম।
যদিও এক্ষেত্রে তিনি নিজের পছন্দের দলের কথাও জানাতে ভোলেননি। আসলে তিনি চেয়েছিলেন গুজরাট টাইটানসে যোগ দিতে। তার কারণটাও খোলসা করেন তরুণ পেসার। তাঁর দাবি, তিনি শুনেছিলেন যে, গুজরাটের ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন অত্যন্ত ভালো। দলের পরিবেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলেই তিনি গুজরাটে যোগ দিতে চেয়েছিলেন।
বলা বাহুল্য মাভির সব ইচ্ছাই পূর্ণ হয়। প্রথমত, বিরাট অঙ্কের আইপিএল চুক্তিতে সই করেন তিনি। তাও আবার পছন্দের গুজরাট টাইটানসের জার্সিই গায়ে চাপাবেন নতুন মরশুমে। তবে মাভির এমন মন্তব্য একটি বিতর্কিত প্রশ্নেরও জন্ম দেয়। তবে কি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট ও দলের পরিবেশ ভালো ছিল না?
আরও পড়ুন:- IPL 2023: উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ সামলাবে CSK, দেখে নিন চেন্নাইয়ের স্কোয়াড ও পূর্ণাঙ্গ সূচি
মাভি বলেন, ‘নিলামের সময় আমি উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি খেলার জন্য নাগাল্যান্ডে ছিলাম। আপনারা নিশ্চই দেখেছেন যে, আমার নিলামের সময় একবার ১ কোটি ১০ লক্ষ টাকায় দর হাঁকা থমকে যায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম এত তাড়াতাড়ি!’
পরক্ষণেই শিবম বলেন, ‘আমি চাইছিলাম গুজরাট টাইটানস আমাকে দলে নিক। কেননা আমি গুজরাটের হয়ে খেলার জন্য উদগ্রীব ছিলাম। আমি শুনেছিলাম যে, এখানকার ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন খুব ভালো। সবার সঙ্গে আমার আগে দেখাও হয়েছে। দলের পরিবেশ দারুণ বলেই আমি গুজরাটের হয়ে খেলতে চাইছিলাম।’
আরও পড়ুন:- Longest Goal In History: এটাই কি ফুটবলের ইতিহাসের সর্বাধিক দূরত্বের গোল? নাম উঠতে পারে গিনেস বুকে!- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।