IPL 2022-এ এই মাঠে কুলদীপ যেভাবে ক্রমাগত ম্যাচ জিতিয়ে চলেছেন ক্যাপিটালসকে, তাতে ব্র্যাবোর্নের সামনে দিল্লি তাঁর মূর্তি বসানোর দাবি জানালে অবাক হাওয়ার কিছু থাকবে না। পরিসংখ্যান দেখলে রীতিমতো চমকে যাবেন।
Ad
কুলদীপকে অভিনন্দন ওয়ার্নারের। ছবি- আইপিএল।
চলতি আইপিএলে ব্র্যাবোর্ন স্টেডিয়াম দিল্লি ক্যাপিটালসের কাছে পয়া হয়ে দেখা দিয়েছে। ব্যক্তিগতভাবে কুলদীপ যাদবকে ব্র্যাবোর্ন স্টেডিয়াম উইকেটের ডালি সাজিয়ে বরণ করে নিয়েছে এবারের আইপিএলে। এই মাঠে তিন ম্যাচে কুলদীপের যা পারফর্ম্যান্স, তাতে ব্র্যাবোর্নের সামনে দিল্লি ক্যাপিটালস তাঁর মূর্তি বসানোর চেষ্টা করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আসলে চলতি আইপিএলে দিল্লি এখনও পর্যন্ত মোট ৬টি ম্যাচে মাঠে নেমেছে। তারা তিনটি ম্যাচ খেলেছে ব্র্যাবোর্নে। বাকি যে তিনটি স্টেডিয়ামে আইপিএলের লিগ ম্যাচগুলি হচ্ছে, সেগুলিতে ১টি করে ম্যাচে লড়াইয়ে নেমেছে ক্যাপিটালস। উল্লেখযোগ্য বিষয় হল, ব্র্যাবোর্নের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে দিল্লি। অন্য স্টেডিয়ামগুলিতে খেলা বাকি তিনটি ম্যাচেই হারতে হয়েছে ঋষভ পন্তদের।
অবাক করার বিষয় হল, ব্র্যাবোর্নের তিনটি ম্যাচেই দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কুলদীপ যাদব। তিনটি ম্যাচেই তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন।
দিল্লি ক্যাপিটালসের এ পর্যন্ত আইপিএল ২০২২ অভিযান ও কুলদীপের পারফর্ম্যান্স:-১. ব্র্যাবোর্নে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে পরাজিত করে দিল্লি। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন কুলদীপ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।