আমদাবাদে লখনউ সুুপার জায়ান্টসকে খড়কুটোর মতো উড়িয়ে চলতি আইপিএলের প্লে-অফে ওঠা কার্যত নিশ্চিত করল গুজরাট টাইটানস। গুজরাট আগে থেকেই লিগ টেবিলের এক নম্বরে ছিল। তবে লখনউকে হারানোর সুবাদে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া প্রায় পাকা করে ফেলেন হার্দিক পান্ডিয়ারা।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে শুরুতে ব্য়াট করতে পাঠান লখনউ দলনায়ক ক্রুণাল পান্ডিয়া। ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে টাইটানস নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ঋদ্ধিমান সাহা ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি আইপিএলের ইতিহাসে গুজরাট টাইটানসের হয়ে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। শেষমেশ ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৮১ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে আউট হন সাহা।
শুভমন গিল নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন গিল।
হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২৫ রান করে আউট হন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। লখনউয়ের হয়ে ১টি করে উইকেট নেন মহসিন খান ও আবেশ খান। উইকেট পাননি ক্রুণাল পান্ডিয়া, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, কাইল মায়ের্স, স্বপ্নিল সিং ও মার্কাস স্টাইনিস।
পালটা ব্যাট করতে নেমে লখনউ পাওয়ার প্লে-তে আগ্রাসী শুরু করে বটে, তবে ওপেনিং জুটি ভাঙতেই জারিজুরি শেষ হয়ে যায় তাদের। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৭২ রান তোলা লখনউ শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রানে আটকে যায়। ৫৬ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে গুজরাট।
আরও পড়ুন:- GT vs LSG: তাড়াহুড়োয় উল্টো প্যান্ট পরে মাঠে নামলেন ঋদ্ধি, হেসেই খুন ক্যাপ্টেন হার্দিক
লখনউয়ের হয়ে সব থেকে বেশি ৭০ রান করেন কুইন্টন ডি'কক। ৪১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩২ বলে ৪৮ রান করেন কাইল মায়ের্স। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ১১ বলে ২১ রান করেন আয়ুষ বাদোনি। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
গুজরাটের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন মোহিত শর্মা। ১টি করে উইকেট নেন মহম্মদ শামি, রশিদ খান ও নূর আহমেদ। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন গিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।