
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং আইপিএল ফাইনালে খেলতে নামার আগে বলেই দিয়েছিলেন, তাদের প্রথম লক্ষ্য থাকবে গুজরাট টাইটান্সের ওপেনিং জুটি ভাঙা। এবং ভয়ঙ্কর হয়ে ওঠার আগে শুভমন গিলকে সাজঘরে ফেরানো। সেই লক্ষ্যে সফল সিএসকে। আর সেটা সম্ভব হল ‘বুড়ো’ ধোনির জন্য।
দ্বিতীয় ওভারে শুভমনের ক্যাচ ফেলেছিলেন দীপক চাহার। তখন মনে হচ্ছিল, ফের জীবনদান পেয়ে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পুনরাবৃত্তি ঘটাবেন তারকা পঞ্জাবী প্লেয়ার। কিন্তু সেটা হতে দিলেন না মহেন্দ্র সিং ধোনি। শুভমন যখন ভয়ঙ্কয় হয়ে উঠছিলেন, সেই সময়েই তিনি সাজঘরে ফেরেন। ৬.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বলে শুভমন গিলকে স্টাম্প করেন মাহি।
আরও পড়ুন: বৃষ্টির কারণে পিছল ফাইনাল, স্টেশনেই রাত কাটালেন CSK-র ধোনি ভক্তরা, ভাইরাল হল ছবি
এর আগে দ্বিতীয় ওভারে তুষার দেশপান্ডের চতুর্থ বলে শুভমন গিলের ক্যাচ ছেড়েছিলেন দীপক চাহার। ১.৪ ওভারে জীবনদান পাওয়ার সময় গিলের ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ৩ রান। শুভমন যখন আউট হয়ে সাজঘরে ফিরছিলেন তখন তাঁর স্কোর ২০ বলে ৩৯। শুভমনকে এখানে আটকানো না গেলে কপালে দুঃখ ছিল সিএসকে-র।
আরও পড়ুন… গিলের ফর্মে সামনে চাপে রয়েছে কোহলির রেকর্ড! শুভমন আগেই পিছনে ফেলেছেন গেইল-ওয়ার্নারদের
সপ্তম ওভারের শেষ বলে দেখা যায় ধোনি ম্যাজিক। ৪১ বছর ৩২৬ দিন বয়সেও ধোনির বডিল্যাঙ্গোয়েজে তারুণ্যের ছোঁয়া। দ্রুত স্টাম্প করতে ধোনি ওস্তাদ। কিছু সেকেন্ডের জন্য ক্রিজের বাইরে শুভমনকে পেয়ে চোখের পলক ফেলার আগেই স্টাম্প করেন ধোনি।
রবীন্দ্র জাদেজা অফ স্টাম্পের বাইরে একটি বল করেছিলেন এবং শুভমন গিল ক্রিজ থেকে বেরিয়ে এসে বলটি চালিয়ে খেলতে গিয়েছিলেন। কিন্তু তিনি সেটা মিস করেন। এবং ধোনি সেই বল ধরে কাজের কাজ করেন। সিএসকে অধিনায়ক ক্রিজের বাইরে গিলকে পেয়ে স্টাম্প ভেঙে বড় ধাক্কাটা দেন টাইটান্সকে। স্টাম্প করার পর ধোনির বডি ল্যাঙ্গোয়েজে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলেও, শুভমনের আউট নিয়ে একেবারে নিশ্চিত ছিল ধোনি। এই আউটটা ধরলে ধোনি এই নিয়ে আইপিএল ফাইনালে সর্বোচ্চ আউট করার নজির গড়লেন। আইপিএল ফাইনালে রেকর্ড ৭টি আউট করে ফেললেন ধোনি। প্রসঙ্গত, টস জিতে টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেম মাহি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports