চেন্নাই সুপার কিংসের থ্রোডাউন স্পেশালিস্ট কোন্ডাপ্পা রাজ পালানি কিংবদন্তি এমএস ধোনির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার কয়েক দিন পরের ঘটনা। প্রসঙ্গত ধোনি ২০২০ সালের ১৫অগস্ট অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। আইপিএলের ১৩তম সংস্করণে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল শুরু হওয়ার কয়েক দিন আগে সিএসকে একটি প্রস্তুতিমূলক শিবিরের আয়োজন করেছিল। সেই সময়কার ঘটনা এটি।
চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে পালানি বলেছেন, ‘ধোনির অবসরের পর প্রথম বার ক্যাম্প শুরু হয়েছিল। তখন আমি ওঁকে প্রথম বার দেখেছিলাম। উনি জিজ্ঞেস করেছিলেন, তুমি কি থ্রোডাউন স্পেশালিস্ট। তার পর ওঁকে বল দিতে বলেছিলেন। এর পরে দলও স্বস্তি পেয়েছিল। নেট বোলাররা ওর অবসর নিয়ে কথা বলছিল।’
আরও পড়ুন: CSK-র বেহাল দশাতেও কেন একটি ম্যাচেও সুযোগ পেলেন না হাঙ্গার্গেকর, জানালেন ধোনি
পালানি আরও বলেছেন, ‘ফ্লেমিং, হাসিরা বলেছিলেন, ধোনি আসছেন এবং আমাকে সাবধানে বল করতে বলেন। প্রথম দু'টি বল ওয়াইড ছিল। পরের বলটি ছিল ফুল টস। ধোনি আমার কাছে এসে বললেন, আমার দিকে তাকানো বন্ধ করে বল করো। স্বাভাবিক ভাবে বল করার কথা বলেন উনি আমাকে। আমি এর পর উনি যেমনটা চেয়েছিলেন, তেমন বল শুরু করি। আর তখন খুব খুশি হন। ও এর পর আমাকে প্রতিদিন আমার নাম ধরে সম্বোধন করতে শুরু করেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।