এ বার আইপিএলে সর্বনিম্ন স্কোর করে লজ্জার নজির গড়ল পঞ্জাব কিংস। তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ ওভার পুরো খেললেও, ১১৫ রানে অল আউট হয়ে যায়। উল্টোদিকে জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৮১ রান করে দিল্লি। যা এ বার আইপিএলে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ স্কোর। নিঃসন্দেহে দিল্লি গর্ব করার মতো নজির গড়ে।
বুধবার মাথায় পাহাড় প্রমাণ চাপ নিয়ে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তাদের ২ তারকা বিদেশি মিচেল মার্শ এবং টিম সেফার্ট করোনায় আক্রান্ত। চোটের জন্য দলে নেই এনরিখ নরকিয়াও। তিন বিদেশিকে নিয়ে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সকলে এ দিন কিছুটা ব্যাকফুটেই রেখেছিল দিল্লিকে। কিন্তু হল পুরো উল্টোটাই। দিল্লির দাপটে একেবারে গুটিয়ে গেল পঞ্জাব কিংস।
আরও পড়ুন: DC জেতায় কপাল পুড়ল KKR-এর, PBKS-ও নামল নীচে, বড় লাফ পন্তদের
আরও পড়ুন: পরপর ২ ম্যাচে হার, জেনে নিন পঞ্জাবের এই ছন্দ পতনের আসল ৫ কারণ
প্রথমে দিল্লির বোলারদের দাপটে ১১৫ রানে গুটিয়ে যায় পঞ্জাব কিংস। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ললিত যাদব, খালিল আহমেদরা ২টি করে উইকেট তুলে নেন। এ ছাড়া মুস্তাফিজুর রহমান নিয়েছেন ১ উইকেট। ১টি রান আউট হয়েছে।
পঞ্জাবের হয়ে সর্বোচ্চ স্কোর করেন জিতেশ শর্মা। ২৩ বলে ৩২ করেছেন তিনি। এ ছাড়া মায়াঙ্ক আগরওয়াল করেছেন ১৫ বলে ২৪ রান। শাহরুখ খান এবং রাহুল চাহার ১২ করে রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।