চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ওপেনিং জুটিতে চেন্নাইকে শক্ত ভিতে বসিয়ে দেন। ৯.১ ওভারে দলগত ১১০ রানের মাথায় সাজঘরে ফেরেন গায়কোয়াড়।
বড় রানের মঞ্চ প্রস্তুত ছিল। সিএসকের হাতে ছিল বেন স্টোকস, মইন আলির মতো বিগ হিটার। তা সত্ত্বেও চেন্নাই তিন নম্বরে ব্যাট করতে পাঠায় শিবম দুবেকে। ২৯ বছর বয়সী অল-রাউন্ডার বড় শট নিতে পারেন বলেই তাঁকে পিঞ্চ হিটার হিসেবে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেয় চেন্নাই। টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি দুবে।
তিনি মাত্র ১৬ বলে ২৭ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ১টি চার ও ৩টি বিশাল ছক্কা হাঁকান দুবে। শিবম ৪টি বাউন্ডারিই মারেন পরপর ৪টি বলে। ১২.৫ ওভারে যশ ঠাকুরের বলে ছক্কা মারেন তিনি। ঠাকুরের পরের বলে (১২.৬ ওভারে) চার মারেন দুবে।
১৪তম ওভারে রবি বিষ্ণোইয়ের প্রথম বলে (১৩.১ ওভারে) সিঙ্গল নিয়ে দুবেকে স্ট্রাইক দেন মইন আলি। ১৩.২ ও ১৩.৩ ওভারে বিষ্ণোইয়ের বলে পরপর ২টি ছক্কা হাঁকান শিবম। যদিও ১৩.৫ ওভারে বিষ্ণোইয়ের বলেই মার্ক উডের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
উল্লেখযোগ্য বিষয় হল, ১৩.২ ওভারে বিষ্ণোইয়ের বলে মারা দুবের ছক্কাটি এখনও পর্যন্ত চলতি আইপিএলের দীর্ঘতম ছক্কা। সেই ছক্কায় বল উড়ে যায় ১০২ মিটার দূরে। দুবে এক্ষেত্রে ভেঙে দেন মুম্বইয়ের নেহাল ওয়াধেরার রেকর্ড। রবিবার আরসিবির বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান ১০১ মিটারের বিরাট ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর সেই কৃতিত্ব ঢাকা পড়ে যায় শিবমের আরও বড় ছক্কায়।
হাই-স্কোরিং ম্যাচে দুবের দল চেন্নাই সুপার কিংস ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে জয় তুলে নেয় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৭ রান তোলে। রুতুরাজ গায়কোয়াড় ৫৭ ও ডেভন কনওয়ে ৪৭ রান করেন। ৩টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও মার্ক উড।
পালটা ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে। কাইল মায়ের্স ৫৩ ও নিকোলাস পুরান ৩২ রান করেন। ৪টি উইকেট নেন মইন আলি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।