বাংলা নিউজ > ময়দান > IPL Auction 2022: IPL নিলামে সর্বাধিক খেলোয়াড় জম্মু-কাশ্মীরের! বাংলার ১১ জন, কাউকে নেবে KKR?
পরবর্তী খবর
IPL Auction 2022: IPL নিলামে সর্বাধিক খেলোয়াড় জম্মু-কাশ্মীরের! বাংলার ১১ জন, কাউকে নেবে KKR?
1 মিনিটে পড়ুন Updated: 14 Dec 2022, 10:07 AM ISTAyan Das
IPL Auction 2022: বাংলা থেকে ১১ জন খেলোয়াড় আইপিএল নিলামে থাকছেন। তাঁদের মধ্যে থেকে কাউকে কি নেবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)? গত কয়েক বছর ধরে কেকেআর একজনও বাংলার খেলোয়াড় থাকছেন না।
মুকেশ কুমার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
এবার আইপিএল নিলামে বাংলা থেকে মোট ১১ জন খেলোয়াড় লড়াই করতে চলেছেন। তাৎপর্যপূর্ণভাবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সবথেকে বেশি সংখ্য়ক রাজ্যস্তরের ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন।
বাংলা থেকে কারা কারা আইপিএলের নিলামে থাকছেন এবং তাঁদের বেস প্রাইজ কত?
বাংলা থেকে ১১ জন খেলোয়াড় আইপিএল নিলামে থাকছেন। তাঁদের মধ্যে থেকে কাউকে কি নেবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)? গত কয়েক বছর ধরে কেকেআর একজনও বাংলার খেলোয়াড় থাকছেন না। এবার কি নিলামে বাংলার কোনও খেলোয়াড়কে নেবে কেকেআর ম্যানেজমেন্ট?
অভিমন্যু ঈশ্বরণ: উইকেটকিপার তালিকায় আছেন বাংলার অধিনায়ক। যিনি আপাতত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে আছেন। তবে প্রথম একাদশে সুযোগ পাননি। বেস প্রাইজ ২০ লাখ টাকা।
মুকেশ কুমার: বাংলার পেসারের বেস প্রাইজ ২০ লাখ টাকা। যিনি ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নিজের জাত চিনিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।