জোরালো ধাক্কা রাজস্থান শিবিরে। মর্গ্যানের ব্যাটে ভর করে কেকেআর রয়্যালসের ঘাড়ের উপর ১৯১ রানের বোঝা চাপিয়ে দেওয়ার পর তাদের টপ অর্ডারকে দ্রুত ছেঁটে ফেলেন প্যাট কামিন্স। যদিও এক্ষেত্রে একা কামিন্সকেই নয়, রাজস্থানকে কাত করার জন্য দীনেশ কার্তিককেও কৃতিত্ব দিতে হয়।
কেননা, উইকেটের পিছনে বেন স্টোকসের অবিশ্বাস্য ক্যাচ ধরেন ডিকে। স্টোকসের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্রিজে থাকলে তার ফল কী হতে পারে তা সবার জানা। স্টোকসের যে ক্যাচটি দস্তানাবন্দি করেন নাইট উইকেটকিপার, তা চলতি আইপিএলের অন্যতম সেরা সন্দেহ নেই।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
কামিন্সের লেনথ বলে সজোরে ব্যাট চালান স্টোকস। ব্যাটের মোটা কানা নিয়ে বল কার্যত দ্বিতীয় স্লিপের জায়গায় উড়ে যায়। কার্তিক প্রাথমিকভাবে পজিশনে ছিলেন না। তিনি রং ফুটে শরীরের ওজন এনে ফেলেন। তা সত্ত্বেও কোনওক্রমে ডিকে শরীর সম্পূর্ণ ছুঁড়ে দেন বাঁ-দিকে। বাঁ-হাতের দস্তানায় বল আটকে যায়।
মাটিতে পড়ে শরীরের ঝাঁকুনিতে বল দস্তানা থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিলই। তবে ডিকে কনুইয়ে ভর দিয়ে দু'হাত এক করে বল দস্তানার বাইরে বেরিয়ে যেতে দেননি।
কার্তিকের দুরন্ত ক্যাচের ভিডিও দেখতে ক্লিক করুন:
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।