এফআইএইচ প্রো লিগের ম্যাচে বড় চমক দেখাল ভারতীয় মহিলা হকি দল। তাঁরা অলিম্পিক্সে সোনার পদকজয়ী দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল এদিন। আর তাঁরাই হোম লেগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে শ্যুটআউটে হারিয়ে দিল। ম্যাচ শেষে জয়ের হাসি হেসেই মাঠ ছাড়ল ভারতীয় মহিলা ব্রিগেড।
নেদারল্যান্ডসকে হারিয়ে চমক ভারতের
নেদারল্যান্ডসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল। টিম ইন্ডিয়ার মহিলা বাহিনির এই জয় দীর্ঘদিন মনে থাকবে হকিভক্তদের। প্রথম দুই কোয়ার্টাররে মধ্যেই ২ গোলে পিছিয়ে গেছিল ভারত। কিন্তু এরপরই যে ভারতীয় দল এমন রাজকীয় কামব্যাক দেখাবে তা অনুমান করতে পারেনি অলিম্পিক্স চ্যাম্পিয়ন ডাচ শিবির।
পিছিয়ে পড়েও দুরন্ত জয় ভারতের
ম্যাচের ১৭ মিনিটে পিয়েন স্যান্দার্স এবং ২৮ মিনিটে ফে ভ্যান ডার এলস্টের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপরই তৃতীয় কোয়ার্টারে ৩৫ মিনিট নাগাদ প্রথম গোলটি করে ভারতের হয়ে ব্যবধান কমান দীপিকা। এই কোয়ার্টারেই ভারতীয় দল সমতাসূচক গোলের দেখা পেয়ে যায়। ৪৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ২-২ করেন বলজিত কৌর।
শ্যুটআউটে গিয়ে জিতল ভারত
ম্যাচ নির্ধারিত সময় ২-২ গোলে অমিমাংশিত থাকায় খেলা গড়ায় শ্যুটআউটে। সেখআনেই ভারতের হয়ে দীপিকা এবং মুমতাজ খান গোল করেন। নেদারল্যান্ডসের হয়ে একমাত্র গোলটি করেন মারজিন ভিন। এর আগে সোমবার ভারতীয় দল হেরেছিল নেদারল্যান্ডসের বিপক্ষেই।
৮ ম্যাচের পাঁচটিতে হার
ভারতীয় দল হোম লেগে ১৫ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট ৮টি ম্যাচে খেলেছে। তার মধ্যে মঙ্গলবারের ম্যাচ ধরলে টিম ইন্ডিয়া জিতেছে তিনটি ম্যাচে। আর মোট পাঁচটা ম্যাচে ভারত হেরেছে, এর মধ্যে রয়েছে একটি শ্যুটআউটে হারও। এটাই ছিল ভারতের হোম লেগের শেষ ম্যাচ। সেখানে জয় দিয়েই অভিযান শেষ করল দীপিকারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।