
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হকিতে অনবদ্য পারফরমেন্স করল ভারত। এফআইএইচ প্রো লিগে ভালো খারাপ মিশিয়েই প্রতিযোগিতা যাচ্ছে ভারতীয় পুরুষ দলের। কদিন আগে অনবদ্য লড়াই দিয়েও বেলজিয়ামের বিরুদ্ধে শ্যুটআউটে হেরে গেছিল পুরুষ দল। তবে বিশ্বচ্যাম্পিয় জার্মানির বিরুদ্ধে অনবদ্য পারফরমেন্স দেখাল হরমনপ্রীত সিংয়ের দল। ৩-০ গোলে জিতল ভারত। সামনে রয়েছে প্যারিস অলিম্পিক্স। তাঁর আগে নিজেদের প্রস্তুতির এটাই সেরা মঞ্চ হিসেবে বেছে নেন ললিত উপাধ্যায়, গুরজন্ত সিংরা। প্যারিস অলিম্পিক্সের আগে তাই স্টেজ রিহারশালে বেশ ফোকাসড ভারতীয় হকি দল। একটা ম্যাচে খারাপ ফল হলেও তাঁরা যে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেটাই জার্মানির বিরুদ্ধে জয় দিয়ে প্রমাণ করে দিলেন হরমনপ্রীত সিংরা। কারণ আগামী অলিম্পিক্সে চাপের মুখে ধৈর্য ধরে রাখা এবং ঘুরে দাঁড়ানোই প্রধান অস্ত্র হতে চলেছে ভারতীয় পুরুষ হকি দলের সামনে।
আরও পড়ুন-যুগ পাল্টাচ্ছে, তাই এখন যুবদের বোঝার চেষ্টা করছি, বিতর্ক নিয়ে মুখ খুললেন নাইট কোচ
প্রথম কোয়ার্টারে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে ডেডলক ভাঙেন স্বয়ং হরমনপ্রীত সিং। এরপর তৃতীয় কোয়ার্টারে আসে জোড়া গোল। ভারতের হয়ে পরের দুটি গোল করেন শুখজিত সিং এবং গুরজান্ত। চতুর্থ কোয়ার্টারে গোল না খেয়ে ক্লিনশিট ধরে রাখেন পিআর শ্রীজেশ এবং তাঁর দলের রক্ষণভাগ, যা আরও আত্মবিশ্বাস দিল দলকে।
আরও পড়ুন-কিংস কাপের ফাইনাল হারের পর মাঠেই কান্নায় ফেটে পড়লেন রোনাল্ডো, ভিডিয়ো
ভারতের তৃতীয় গোলের ক্ষেত্রে ধরা পড়ে আসাধারণ টিম গেম। হরমনপ্রীত সিংয়ের থেকে বল যায় মনপ্রীত সিংয়ের কাছে। তার কাছ থেকে বিবেক প্রসাদ সাগর বল পান। এরপর তিনি তা বাড়িয়ে দেন ললিত উপাধ্যায়কে, তাঁর কাছ থেকে পাস পেয়ে যান সঞ্জয়। সেখান থেকে জারমানপ্রীত সিংয় ঘুরে বল যায় গুরজান্তের কাছে। দলকে তৃতীয় গোল এনে দিয়ে জয় নিশ্চিত করেন তিনি। সচরাচর এই জার্মানির বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় পায়না ভারত। বরং বেশ বেগ পেতে হয় তাঁদের। কিন্তু সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই প্যারিস অলিম্পিক্সের আগে বড় ব্যবধানে জেতায় আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল ললিত,সঞ্জয়দের।
আরও পড়ুন-ভারত জয় করার পর এবার মন জয় করল নাইট রাইডার্স, বিশ্বকাপের আগে তুলল ‘আমি ইন্ডিয়া ’ স্লোগান
হরমনপ্রীত সিং বলেছেন, ‘আমরা বেলজিয়াম এবং আর্জেন্তিনার বিরুদ্ধেও ভালো খেলেছিলাম। এই দুই দলই আমাদের সঙ্গে প্যারিস অলিম্পিক্সে একই দলে রয়েছে। ফলে তাঁদের বিরুদ্ধে সাম্প্রতিককালে খেলার অভিজ্ঞতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অসাধারণ খেলেছি, আবার কখনও কখনও খেই হারিয়ে ফেলেছি, বিষয়গুলো গুছিয়ে নিচ্ছি আমরা, দলও অনেক উন্নতি করছে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports