এই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। বাংলাদেশ দলকে ৭ উইকেটে হারিয়ে দেয় তাঁরা। ফলে দৃষ্টিহীনদের চলতি তৃতীয় টি-২০ বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এদিন টসে জিতে ভারতীয় দল ফিল্ডিং নিয়েছিল।
বাংলাদেশকে ৭ উইকেটে হারালো ভারত
শুভব্রত মুখার্জি: মঙ্গলবার কটকের বরাবটি স্টেডিয়ামে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। এই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। বাংলাদেশ দলকে ৭ উইকেটে হারিয়ে দেয় তাঁরা। ফলে দৃষ্টিহীনদের চলতি তৃতীয় টি-২০ বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এদিন টসে জিতে ভারতীয় দল ফিল্ডিং নিয়েছিল।
ব্যাট করতে নেমে প্রথমেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ দল। প্রথম তিন ওভারের মধ্যেই আউট হয়ে যান তাঁদের দুই ওপেনার। এদিন সলমন এবং আবিদ প্রথমেই সাজঘরে ফিরে যান। বাংলাদেশ অধিনায়ক মহম্মদ আসিকুর রহমান এরপর জুটি বাঁধেন মহম্মদ আরিফের সঙ্গে। তাঁরা দুজনে জুটি বেঁধে দলকে লড়াইতে ফেরান। তৃতীয় উইকেটে তাঁরা দুজনে ৮৪ রান যোগ করেন। ১৩তম ওভারে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান আরিফ। এরপর অধিনায়ক আসিকুরের সঙ্গে ২২ গজে যোগ দেন তানজিল। ইনিংসের শেষ ওভার পর্যন্ত তাঁরা উইকেটে টিকে ছিলেন। জুটিতে তাঁরা ৬১ রান তোলেন। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬৬ রান। ইনিংসের একেবারে শেষ বলে আউট হয়ে যান আসিকুর রহমান। তিনি ৫৩ বলে ৭৫ রান করে আউট হয়ে যান। তানজিল ২০ রানে অপরাজিত থাকেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।