মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলার প্রায় ১৪ মাস পর এই সপ্তাহের শুরুতে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তিলক বর্মার। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। আইপিএলের গত দুই মরশুমে তাঁর চিত্তাকর্ষক পারফরম্যান্সের জন্য সমস্ত মহল থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন তিলক। এখন আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করতে তিনি মুখিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারত ১৫০ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে ঠিকই, তবে ২২ বলে ৩৯ রানের একটি বিনোদনমূলক ইনিংস খেলে তিলক জাতীয় দলে তাঁর ক্যারিয়ারের শুরুতেই ভরসা জুগিয়েছেন। তাঁর এই ইনিংসে ছিল দু'টি চার এবং তিনটি দুর্দান্ত ছক্কা।
প্রথম ম্যাচে হারের পর রবিবারই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। এই ম্যাচে প্রত্যাবর্তন করতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এর মাঝেই বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে ইশান কিষান আর তিলক বর্মাকে আড্ডার মেজাজে পাওয়া গিয়েছে। সেই আলাপচারিতায় ২০ বছরের তিলক স্বীকার করেছেন যে, তিনি তাঁর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে কিছুটা নার্ভাস ছিলেন। তবে তিনি নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন।
আরও পড়ুন: ODI WC-এর আগেই অজিদের অস্বস্তি বাড়িয়ে চোটে কাহিল কামিন্স, মিস করতে পারেন ভারত সফর, নেতৃত্বে সম্ভবত মিচেল মার্শ
বিসিসিআই-এর শেয়ার করা একটি ভিডিয়োতে ইশানের সঙ্গে কথা বলার সময়ে তিলককে বলতে শোনা গিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে খুবই ভালো দল। আমি আমার পরিকল্পনা আর শক্তি অনুযায়ী খেলতে চাই। মৌলিক বিষয়গুলি মেনেই খেলব। এটা আমার প্রথম সিরিজ, তাই একশো শতাংশ দিতে চাই। আমি প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম। তবে সেরাটা দিতেও মরিয়া ছিলাম। আমি অনুশীলনের সময়ে রাহুল স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে, যদি আমার সেরাটা দেওয়ার সময়ে উইকেট হারিয়ে বসে থাকি, তবে তা ঠিক হবে কিনা!’ তিলক বর্মা টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেকেই হাঁকিয়ে ইনিংস শুরু করেছেন। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তিনি বড় ইনিংস খেলেন কিনা, সেটা দেখার অপেক্ষায় থাকবে সকলে।
আরও পড়ুন: রাহুল-শ্রেয়স ফিট না হলে এশিয়া কাপে তিন নম্বর জায়গা ছাড়তে হতে পারে কোহলিকে
দুই তরুণের কথা বলার মাঝেই তিলককে তাঁর ট্যাটু নিয়ে খেপাতে থাকেন ইশান। তিলককে তিনি মজা করে বলেন, ‘আগে তোমার শরীরে একটাও ট্যাটু ছিল না। এখন সারা শরীরে- বুকে, বাহুতে ট্যাটু দেখা যাচ্ছে। হঠাৎ পরিবর্তন কেন?’ তার পর ঠাট্টা করে ইশান চিৎকার করতে থাকেন ‘এর জবাব চাই’ বলে। উত্তরে তিলক বাজুক মুখে বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ট্যাটু করানোর শখ ছিল। কিন্তু কোচ তা নিষেধ করেছিলেন। আগে ভালো পারফর্ম করার কথা বলেছিলেন। তাই এখন আমার এই শখ পূরণ করছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।