টি-২০ বিশ্বকাপের পরে রোহিত শর্মা পাকাপাকিভাবে ভারতের টি-২০ ক্যাপ্টেন হওয়ার পর থেকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। হিটম্যানের নেতৃত্বে ভারত ঘরের মাঠে টানা ২টি টি-২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার ভারতের সামনে হাতছানি রয়েছে টানা তৃতীয় টি-২০ সিরিজ জয়ের।
ধরমশালায় শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারাতে পারলেই ভারত সিংহলিদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করবে। সেক্ষেত্রে এটি হবে ভারতের টানা ১১টি টি-২০ ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজকে গত সিরিজে হোয়াইটওয়াশ করার পরে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-২০ দলে পরিণত হয়েছে ভারত। এবার শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারাতে পারলে রোহিতরা শুধু ফের একটা সিরিজ জয় নিশ্চিত করবেন এমনটাই নয়, বরং দুর্দান্ত এক মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।
আসলে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১৫৭টি আন্তর্জাতিক টি-২০'তে মাঠে নেমে ৯৯টি ম্যাচে জয় তুলে নিয়েছে। সুতরাং, আর একটি ম্যাচ জিতলেই ১০০টি আন্তর্জাতিক টি-২০ জয়ের নজির গড়বে ভারত। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এমন কৃতিত্ব অর্জন করবে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত একমাত্র পাকিস্তান ১০০-র বেশি টি-২০ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

পাকিস্তান ১৮৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ১১৭টিতে জয় তুলে নিয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ৮৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জিতেছে ৭০টি করে ম্যাচ।
উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের থেকে বেশি টি-২০ ম্যাচ খেলেছে। তবু ভারত তাদের থেকে অনেক বেশি ম্যাচ জিতেছে। শতকরা হিসাবে ভারতের (৬৪.৯৭ শতাং) সাফল্য পাকিস্তানের (৬২.৪৩ শতাংশ) থেকেও বেশি।

তাছাড়া ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০ জয়ের নিরিখে নিউজিল্যান্ডের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে ভারত। নিউজিল্যান্ড ঘরের মাঠে ৭৩টি টি-২০ খেলে সব থেকে বেশি ৩৯টি ম্যাচ জিতেছে। ভারত এখনও পর্যন্ত ঘরের মাঠে ৫৯টি টি-২০ খেলে জয় তুলে নিয়েছে ৩৮টি ম্যাচে। সুতরাং, শ্রীলঙ্কাকে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারাতে পারলে অনেক কম ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের নজির ছুঁয়ে ফেলবে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।