ক্যাপ্টেন কোহলির সঙ্গে অধিনায়ক পন্তের কী অদ্ভুত মিল। বৃহস্পতিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হারের পরেই খুঁজে পাওয়া গেল সেই মিল। এদিন সাত উইকেটে হারতে হয়েছে ঋষভ পন্তের টিম ইন্ডিয়াকে। এই হারের পরেই পাঁচ বছর আগের বিরাট কোহলির টিম ইন্ডিয়ার কথা মনে পড়ে গেল। সেই সময়ে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড এবং সেই সময়ে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচের সঙ্গে বৃস্পতিবারের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের মিল খুঁজে পাওয়া গেল।
২০১৭ সালের সেই ম্যাচেই বিরাট কোহলি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব সামলেছিলেন। প্রথমবার নেতৃত্ব সামলে ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বিরাট কোহলিকে। অর্থাৎ প্রথমবার ক্যাপ্টেন হয়ে ঋষভ পন্তের মতোই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল বিরাট কোহলিকে। সেটা ছিল ২০১৭ সাল এবার পাঁচ বছর পরে হঠাৎ নেতৃত্ব পেয়েছিলেন ঋষভ পন্ত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হতে হয় ঋষভ পন্তের দলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।