আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি ভারত এবং নিউজিল্যান্ড মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে শেফালি বর্মার নেতৃত্বে ভারতের যুব মহিলা দল নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার, ২৯ জানুয়ারি।
এদিনের ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ অধিনায়ক শেফালি বর্মা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। শেফালির সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটি ভারতীয় দলের বোলাররা প্রমাণ করেছিলেন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়। এই ম্যাচে খুব প্রাণঘাতী বোলিং করেন ভারতীয় বোলাররা। কিউয়িদের দেওয়া লক্ষ্য টিম ইন্ডিয়া মাত্র ১৪.২ ওভারে দুই উইকেট হারিয়ে করে দেয়।
আরও পড়ুন… সচিন না কোহলি, জানেন কি শুভমনের আদর্শ কে? গিলের উত্তর শুনলে অবাক হবেন
এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে সেরা পারফর্ম করেছেন পার্শ্ববী চোপড়া এবং শ্বেতা শেরাওয়াত। এই ম্যাচে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন পার্শ্ববী চোপড়া। অন্যদিকে ওপেনার ব্যাটসম্যান শ্বেতা সঞ্জয় সেহরাওয়াত ৪৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ী করেন। ম্যাচের পরে প্লেয়ার অফ দ্য ম্যাচ পার্শ্ববী চোপড়া বলেন, ‘আমি খুব খুশি। সেমিফাইনাল একটা বড় খেলা এবং ভালোই লেগেছে। আজ বল আমার হাত থেকে পিছলে যাচ্ছিল। আজ আমার ভূমিকা ছিল উইকেট টু উইকেটে বোলিং করা এবং ডট বল করা।’
আরও পড়ুন… Australian Open: ফাইনালে জকোভিচ, সিসিপাসকে হারিয়ে দশমবার ট্রফি জিততে মরিয়া নোভাক
সুপার সিক্স রাউন্ডের শুরুতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দল অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল। কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দল পরের ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল এবং সেমিফাইনালে তাদের জায়গা পাকা করেছিল। ভারতের জন্য এখন পর্যন্ত সহ-অধিনায়ক শ্বেতা সেহরাওয়াত ব্যাট হাতে খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ৬ ইনিংসে ২৯২ রান করেছেন তিনি। একই সময়ে, বাঁহাতি স্পিনার মান্নাত কাশ্যপ এবং লেগ স্পিনার পার্শ্ববী চোপড়াও উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ফাইনালে জায়গা পাকা করে ভারতীয় দলের ক্যাপ্টেন শেফালি বর্মা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী দল পারফর্ম করেছে সেটা দেখে ভালো লাগছে। ফাইনাল খেলতে পেরে আমরা উত্তেজিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা আমাদের ভুলগুলো নিয়ে কাজ করেছি এবং এটা যে সঠিক হয়েছে সেটা দেখে ভালো লাগছে।’ ২৮ জানুয়ারি জন্মদিন ভারতীয় দলের ক্যাপ্টেনের। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শেফালি জানান, ‘কাল আমরা আগে প্রস্তুতি সারব তারপরে জন্মদিন উদযাপন করব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।