বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে দিল্লিতে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ২৬২ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এদিনের ইনিংসে দুরন্ত ব্যাটিং করেছিলেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। ১১৫ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন অক্ষর প্যাটেল। তবে এদিন দীর্ঘ দিন পরে ব্যাট হাতে দারুণ ফর্মে দেখাচ্ছিল বিরাট কোহলিকে। এদিন তিনি ৮৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। এদিনের ইনিংসে তিনি চারটি চারও মেরেছিলেন। তবে এদিন বিতর্কিত আউট হয়েছিলেন বিরাট কোহলি। ম্য়াথিউ কুনম্যানের বলে LBW আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন… IND vs SA: উমরান মালিকের সঙ্গে গতির লড়াই নিয়ে মুখ খুললেন এনরিখ নরকিয়া
বিরাট কোহলির সেই উইকেট নিয়ে প্রশ্ন উঠছিল। ব্যক্তিগত ৪৪ রানে ম্যাথিউ কুনম্যানের বলে আউট হন বিরাট কোহলি। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাথু কুনম্যানের বল বিরাট কোহলির প্যাডে আঘাত করেছিল, সেখানে আম্পায়ার নীতিন মেনন ক্যাঙ্গারু খেলোয়াড়দের আবেদনে সমর্থন করে আঙুল তুলেছিলেন। সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন বিরাট কোহলি। রিভিউতে স্পষ্ট দেখা যায় বল প্রথমে ব্যাটে লেগেছিল। পরে সেটি প্যাডে আঘাত করে। কিন্তু তৃতীয় আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন এবং বিরাট কোহলিকে আউট দেন। বিরাট কোহলিও যখন ড্রেসিংরুমে পৌঁছেন, তখন তিনি একভাবে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। বিরাটের ছবিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন… Ben Stokes Record: ম্যাককালাম-গিলক্রিস্টকে ছক্কা মারায় টপকালেন স্টোকস, রসিকতা করলেন গিলি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।