শুভব্রত মুখার্জি: ২২ গজে ভারত বনাম পাকিস্তানের লড়াই যেমন দীর্ঘদিনের। যেমন উত্তেজনা, উন্মাদনা বিরাজ করে এই লড়াইকে ঘিরে, তেমন কোন অংশে কম যায় না ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার লড়াই। ২২ গজে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হয়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ থাকে। আর সেই কথাই আসন্ন অ্যাসেজের আগে প্রতিফলিত হল কিংবদন্তি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের গলাতে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বে একেবারেই নারাজ তিনি। বরঞ্চ তাদেরকে বিপক্ষ হিসেবেই দেখতে চান তিনি। অ্যাসেজ শুরুর আগে জেমস অ্যান্ডারসনের এই বিবৃতি যে সিরিজের উত্তাপ কয়েকগুণ বাড়িয়ে দেবে তা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুন… কোথায় দাঁড়াতে হবে সেটা জানা উচিত- কোহলি-পূজারারা অলস ফিল্ডার, সাফ কথা কাইফের
১৬ জুন থেকে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজ। এজবাস্টনে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দল। তার আগে জেমস অ্যান্ডারসনের স্পষ্ট বক্তব্য অস্ট্রেলিয়ানদের সঙ্গে বন্ধুত্ব করতে তেমন আগ্রহ নেই তাঁর। বিপক্ষকে ক্রিকেটের বাইরে যতটা কম জানেন, ততই নাকি তাঁর জন্য ভালো! পাশাপাশি অ্যান্ডারসনের মন্তব্য এবারের অ্যাসেজটি হতে পারে ‘সবচেয়ে বন্ধুত্বপূর্ণ'! বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের কারণে ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের দূরত্ব অনেকটাই কমে গিয়েছে। এমন আবহেই 'দ্য টেলিগ্রাফকে' দেওয়া এক ভিডিয়ো সাক্ষাৎকারে এমন বিস্ফোরক কথা বলেছেন অ্যান্ডারসন।
আরও পড়ুন… জুয়ান ফেরান্দোর উপরেই ভরসা! চ্যাম্পিয়ন কোচের হাতেই ফের দলের দায়িত্ব তুলে দিল মোহনবাগান
অ্যান্ডারসন বলেছেন, ‘জানি না কোনও পার্থক্য গড়ে কি না (বন্ধুত্বপূর্ণ সম্পর্ক)। তবে তাদের (অজিদের) ক্রিকেটের বাইরে না জানাটাই আমার জন্য ভালো। হ্যাঁ আমি অজিদের বন্ধু হতে চাই না। তাদের প্রতিপক্ষ হিসেবেই দেখতে চাই। তাদের বিরুদ্ধে সবসময়ে লড়াইয়ে নামতে চাই।’
আরও পড়ুন… ভারতের টেস্ট দলকে শক্তিশালী করতে এখনই এই তিন তারকাকে দলে নিতে বললেন দীনেশ কার্তিক
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কি দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক আরও সহজ করে দিয়েছে? তাঁর প্রভাব কি অ্যাসেজ সিরিজের প্রতিদ্বন্দ্বিতায় পড়বে? এই প্রশ্নের উত্তরে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘এখনও হয়তো হয়নি, তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে যত ক্রিকেট হচ্ছে, নানা জাতীয় দলের ক্রিকেটাররা একসঙ্গে খেলছে, হয়তো অ্যাসেজের সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা একটু হলেও কমাতে পারে। তবে সেটা এখনই হবে বলে মনে হয় না। তবে ভবিষ্যতে হবে এটা তো নিশ্চিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।